
কিছুতেই সলমনের পিছু ছাড়ছে না লরেন্স বিষ্ণোই গ্যাং। প্রাণনাশের হুমকি যেমন সলমনের কাঁধে ঝুলছে, তেমনই প্রতিনিয়ত তাঁকে ভয় পাওয়ানোর জন্য নানা চেষ্টা করে চলেছে এই দল। এই যেমন সম্প্রতি লরেন্স বিষ্ণোইয়ের তরফ থেকে একটি অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, কোনও প্রযোজক বা পরিচালক যেন সলমনের সঙ্গে কাজ না করে, সলমনকে নিয়ে কাজ করলেই, তাহলে সল্লুর মৃত্যুর দায় বহন করতে হবে তাঁদেরকে। এমনকী, এই ভিডিয়োতে বলা হয়েছে, প্রয়োজনে মুম্বইয়ের রাস্তায় চলবে এক-৪৭! আর এবার যা ঘটল, তা নিয়ে তো শোরগোল বলিপাড়ায়।
ব্য়াপারটা একটু বিশদে বলা যাক। পরিচালক অপূর্ব লাখিয়া সলমনকে নিয়ে তৈরি করছেন, ব্য়াটল অফ গলওয়ান ছবি। এই ছবিরই এক বিশালমাপের সেট তৈরি করা হয়েছিল মুম্বইয়ের মেহেবুব স্টুডিওতে। সেই সেটই সম্প্রতি ভেঙে ফেলা হল। গুঞ্জনপাড়া বলছে, সলমনকে লরেন্স বিষ্ণোইয়ের বার বার হুমকির কারণেই কোনও ঝুঁকি নিতে চাইছেন না প্রযোজকরা। আর সেই কারণেই ভেঙে ফেলা হল এই সেট। তবে এই খবর রটলেও, ফিল্ম নির্মাতাদের তরফ থেকে এই নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় চিনা সেনাদের মোকাবিলা করেছিল ভারতীয় সেনা। সেই প্রেক্ষাপটেই সলমনকে নিয়ে ছবি তৈরি করছেন অপূর্ব লাখিয়া। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে এই ছবির ফার্স্টলুক।