রাতবিরেতে আচমকা পোস্ট সলমনের, বলিউডকে কোন বার্তা দিলেন ভাইজান?

মাঝে মধ্যে অবশ্য নিজের জিম থেকে ছবি পোস্ট করেন। তবে শুক্রবার মাঝ রাতে আচমকাই সলমন এমন এক বার্তা পোস্ট করলেন, যা দেখে হইচই শুরু বলিউডে।

রাতবিরেতে আচমকা পোস্ট সলমনের, বলিউডকে কোন বার্তা দিলেন ভাইজান?

|

Jul 04, 2025 | 2:45 PM

কোনও ব্র্যান্ড বা কোনও সিনেমার প্রচার ছাড়া সোশাল মিডিয়ায় খুব একটা দেখা যায় না সলমন খানকে। মাঝে মধ্যে অবশ্য নিজের জিম থেকে ছবি পোস্ট করেন। তবে শুক্রবার মাঝ রাতে আচমকাই সলমন এমন এক বার্তা পোস্ট করলেন, যা দেখে হইচই শুরু বলিউডে।

তা কী লিখলেন ভাইজান?

রাত তখন অনেক। হঠাৎই সলমনের অনুরাগীরা দেখলেন, ভাইজানের সোশাল মিডিয়ায় একটা লম্বা পোস্ট। সলমন যা লিখেছেন, তার বাংলা করলে দাঁড়ায়, সঠিক দিকে পরিশ্রম করে যাও, তাহলেই সাফল্য আসবে। আর যাঁরা কঠোর পরিশ্রম করে, তাঁরাই আসল গুণের অধিকারী!

অনেকেই বলছেন, পর পর ফ্লপ দেওয়ার পর সলমন হয়তো নতুন কিছু প্ল্যান কষছেন। হয়তো খুব শীঘ্রই বাম্পার কোনও খবর দেবেন। যা কিনা হবে, সলমনের আসল কামব্যাক!