বিয়ের জন্য ধর্ম বদলান সলমনের মা সলমা! কী ছিল তাঁর আসল নাম? 

Jun 07, 2024 | 5:38 PM

Salman Khan: সলমন, আরবাজ, সোহেল আসে তাঁদের জীবনে। সব কিছু ভালই চলছিল। তবে ফের প্রেম পড়েন সেলিম খান। জীবনে আসেন সেনসেশনাল হেলেন। সেলিমের কথায়, "আমি হেলেনকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। এরকম নয় যে সলমার সঙ্গে আমার সম্পর্ক ভাল ছিল না। হুট করেও বিয়ে করিনি আমরা। আমি যখন হেলেনের সঙ্গে মেলামেশা শুরু করি নিজেই জানিয়েছিলাম সলমাকে। কোনও ম্যাগাজিনের থেকে জানবে এর চেয়ে ভাল আমি নিজেই বলে দিই।"

বিয়ের জন্য ধর্ম বদলান সলমনের মা সলমা! কী ছিল তাঁর আসল নাম? 
জানেন তাঁর আসল নাম?

Follow Us

সলমা খানকে কে না চেনেন? সম্পর্ক তিনি সেলিম খানের সহধর্মিণী ও সলমন, আরবাজ ও সোহেল খানের মা। তবে জন্মসূত্রে সলমা ছিলেন না তিনি। জন্মেছিলেন এক মারাঠি হিন্দু পরিবারে। কীভাবে হল বিয়ে? বিয়ের আগে তাঁর নাম কী ছিল? খুব ছোট বয়সেই সেলিম খানের সঙ্গে প্রেম শুরু হয় সলমা থুড়ি সুশিলা চড়কের। তবে বাড়িতে না জানিয়ে কিছু করতেই রাজি হননি সেলিম। সম্প্রতি সলমা ও তাঁর প্রেমের খুঁটিনাটি ভাগ করেছেন সলমনের বাবা। তাঁর কথায়, “আমি সলমাকে বলি তোমার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে চাই। এই লুকিয়ে চুরিয়ে দেখা করা ঠিক নয়। যখন ওর বাড়ি যাই প্রথম বার, মনে হয়েছিল দুনিয়ার সব মারাঠিরাই বোধহয় হাজির হয়েছে। প্রথম প্রথম ভীষণ দুশ্চিন্তায় ছিলাম।” শুধু তিনি নন, সুশিলা/সলমার বাবাও রাজি হননি। তাঁর সমস্যা ছিল ছেলের ধর্ম নিয়ে। যদিও সেলিম খান জানিয়েছিলেন আর যা নিয়েই ঝগড়া হোক না কেন, ধর্ম নিয়ে কোনওদিনও হবে না। বিয়ে করেন তাঁরা। তবে বিয়ের প্রায় প্রথম দশ বছর সলমার বাবা দেখা করতে আসেননি তাঁদের সঙ্গে।

সলমন, আরবাজ, সোহেল আসে তাঁদের জীবনে। সব কিছু ভালই চলছিল। তবে ফের প্রেম পড়েন সেলিম খান। জীবনে আসেন সেনসেশনাল হেলেন। সেলিমের কথায়, “আমি হেলেনকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। এরকম নয় যে সলমার সঙ্গে আমার সম্পর্ক ভাল ছিল না। হুট করেও বিয়ে করিনি আমরা। আমি যখন হেলেনের সঙ্গে মেলামেশা শুরু করি নিজেই জানিয়েছিলাম সলমাকে। কোনও ম্যাগাজিনের থেকে জানবে এর চেয়ে ভাল আমি নিজেই বলে দিই।”

হেলেনকে ভালভাবেই গ্রহণ করেছিলেন সলমা। হেলেন ও সেলিমের কোনও সন্তান নেই। সেলিম খানের পাঁচ সন্তানকে নিজের সন্তানের মতো ভালবাসা দয়ে এসেছেন তিনি। সলমা ও হেলেনরও সম্পর্ক নেহাত মন্দ নয়।

Next Article