AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফের প্রেমে পড়লেন সামান্থা, নাগার পর কে এল জীবনে?

Samantha: ২০১৫ সালে নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্ক শুরু হয়েছিল সামান্থার। ২০১৭ সালে তাঁরা বিয়ে করেন। দীর্ঘ চার বছর এক সঙ্গে থাকার পরে বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। গত বছরই নাগা বিয়ে করেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে।

ফের প্রেমে পড়লেন সামান্থা, নাগার পর কে এল জীবনে?
Image Credit: Instagram
| Updated on: Feb 02, 2025 | 4:00 PM
Share

কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় সামান্থা স্পষ্ট জানিয়ে ছিলেন, তাঁর মনের অন্দরে ওঠা ঝড়কে থামাতে নিয়মিত মেডিটেশন করছেন। সামান্থা লিখেছিলেন, ” ধ্যান এখন আমার জীবনের অঙ্গ হয়ে উঠেছে। এই ধ্যান আমার ভিতরকে শান্ত, স্থির করে তোলে। যখনই বাইরের জগত থেকে দূরে গিয়ে, নিজেকে খোঁজা শুরু করবেন, তখন এই ধ্যানই কাজে আসবে। আর দেখবেন, মনের ভিতর উথাল-পাথাল হওয়া সমুদ্র স্থির হয়ে গিয়েছে।” কিন্তু তখন কি কেউ জানত, যে সামান্থার মনের অন্দরে নাগা চৈতন্যর পর জায়গা করে নিয়েছে, নতুন একজন। হ্য়াঁ, এমনটিই ঘটিয়েছেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। নাগাকে ভুলে ফের প্রেমে পড়েছেন। আর সামান্থার নতুন প্রেমিক হলেন, দ্য ফ্যামিলি ম্যান এবং সিটাডেল, হানি-বানি পরিচালক রাজ নিদিমোরু!

ফেব্রুয়ারিকে বলা হয় প্রেমের মাস। আর সেই কারণেই প্রেম দিবসও এই ফেব্রুয়ারিতেই। বসন্তের হাওয়া গায়ে মেখে অনেকেই নতুন করে এই সময় প্রেমে পড়েন। এবার সেই তালিকাতেই এন্ট্রি নিলেন সামান্থা ও পরিচালক নিদিমোরু।

সামান্থা শনিবার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, ওয়ার্ল্ড পিকলবল লিগ ম্যাচে নিদিমোরুর সঙ্গে হাজির সামান্থা। দুজনের পোশাকের মধ্যেও রয়েছে রং মিলান্তি। সূত্র বলছে, শুধু এই অনুষ্ঠানেই নয়। মাঝে মধ্যেই নাকি কফি শপ, রেস্তরাঁয় দেখা যায় জুটিকে। তবে এ ব্যাপারে আপাতত, কোনও কিছুই বলতে নারাজ সামান্থা।

তিনি সামান্থা রুথ প্রভু। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির এমন এক অভিনেত্রী, যিনি একাই একশো কোনও ছবিকে হিট করানোর জন্য। এরকম প্রমাণ আগেও রয়েছে দক্ষিণী বক্স অফিসে। তবে শুধু গোটা ছবি নয়, একটা আইটেম নেচেই যে গোটা দেশে ঝড় তোলা যায় তাঁর প্রমাণ, পুষ্পা ছবির উহ অন্তমা গান।

২০১৫ সালে নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্ক শুরু হয়েছিল সামান্থার। ২০১৭ সালে তাঁরা বিয়ে করেন। দীর্ঘ চার বছর এক সঙ্গে থাকার পরে বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। গত বছরই নাগা বিয়ে করেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে।