ফের একবার চর্চায় সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যের বিচ্ছেদ। সম্প্রতি তেলেঙ্গানার রাজনৈতিক ব্যক্তিত্ব কোন্ডা সুরেখা দাবি করেন আর এক রাজনীতিবিদ কেটিআরের কারণেই নাকি ঘর ভাঙে নাগা ও সামান্থার। এই নিয়ে বিস্তর জলঘোলা হয়। সামাজিক মাধ্যমে প্রতিবাদ করেন নাগা চৈতন্য। এবার কোন্ডা সুরেখার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন নাগা চৈতন্যের বাবা তথা দক্ষিণী সুপারস্টার নাগার্জুন। এ নিয়েই যখন চলছে জোর তরজা, তখন সামনে এল এক নতুন তথ্য। যা শুনে অবাক সকলেই।
বছর তিনেক আগে যখন নাগা ও সামান্থার বিচ্ছেদ হয় তখন শোনা গিয়েছিল আক্কিনেনি পরিবারের তরফ থেকে নাকি মোটা টাকা খোরপোশের দাবি করেছেন সামান্থা।
শুধু কি তাই? সামান্থার বিরুদ্ধে ওঠে একগুচ্ছ অভিযোগও। তবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক নতুন তথ্য। শোনা যাচ্ছে, সামান্থাকে নাকি প্রায় ২০০ কোটি টাকার খোরপোশ দিতে চায় খোদ আক্কিনেনি পরিবারই। তবে সামান্থা নাকি রাজি হননি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সূত্রের কথায়, “পয়সা তো কোনওদিনই চায়নি সামান্থা। চেয়েছিল সম্মান ও ভালবাসা। সেটাই যখন আর পেল না তখন টাকা পয়সা দিয়ে কী বা করবে?”
২০২১ সালে প্রযোজক নীলিমা গুপ্ত সংবাদমধ্যমকে জানান, মা হতে চেয়েছিলেন সামান্থা। সেই মতো চলছিল পরিকল্পনাও। তবে হঠাৎ কোথা থেকে কী যে হল, তা নিজেই বুঝতে পারেননি নীলিমা। শোনা যায়, শোভিতা ধুলিপালা নামক আর এক অভিনেত্রী সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন নাগা চৈতন্য। যদিও এই নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি কেউ। বর্তমানে সামান্থা সিঙ্গল। ওদিকে নাগার বাগদান সারা হয়ে গিয়েছে সেই শোভিতার সঙ্গেই।