ফের প্রেমে পড়েছেন সামান্থা! ছবি পোস্ট করে ‘নতুন শুরু’র ইঙ্গিত দিলেন অভিনেত্রী
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি সামান্থা তাঁর ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, পরিচালক নিদিমুরুকেই।

কয়েক মাস আগেই রটে গিয়েছিল পরিচালক রাজ নিদিমুরুর সঙ্গে নাকি প্রেম করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এমনকী, খুল্লমখুল্লা পরিচালকের সঙ্গে ছবিও দিয়েছিলেন তিনি। তবে এবার সামান্থার নতুন পোস্ট নিয়েই বিনোদুনিয়ায় শোরগোল। গুঞ্জনপাড়া বলছে, নাগা চৈতন্যের সঙ্গে ডিভোর্সের চার বছর পর নিজের নতুন প্রেমকাব্যে সিলমোহর দিলেন অভিনেত্রী। সোশাল মিডিয়াতে লিখলেন নতুন শুরুর কথা!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি সামান্থা তাঁর ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, পরিচালক নিদিমুরুকেই। এই পোস্টের ক্যাপশনেই সামান্থা লিখলেন, পথটা অনেকটা লম্বা ছিল। এবার আমরা এখানে। এবার নতুন শুরু।
সামান্থার এই পোস্ট নিয়েই শোরগোল। অনুরাগীরা মনে করছেন, পরিচালক নিদিমুরুর সঙ্গেই প্রেমের কথা প্রকাশ্যে এভাবে এনেছেন সামান্থা। তবে আবার শোনা যাচ্ছে, প্রযোজক হিসেবে নিজের পথচলাকেই এই পোস্টের মধ্যে দিয়ে জানান দিয়েছেন সামান্থা। তাঁর প্রেমের গল্প একেবারেই গুঞ্জন।
View this post on Instagram
