AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Samantha Ruth Prabhu-Naga Chaitanya: সামান্থা আনফলো করলেন নাগা চৈতন্যকে, নাগাও কি তাই করলেন?

Samantha Ruth Prabhu-Naga Chaitanya: অক্টোবর ২০২১ সালে তাঁদের বিচ্ছেদের খবর আসে। ২০১৫ সাল থেকে সম্পর্কে তাঁরা। বিয়ে করেন ২০১৭ সালে। বিয়ের ৪ বছরের মাথায় তাঁরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

Samantha Ruth Prabhu-Naga Chaitanya:  সামান্থা আনফলো করলেন নাগা চৈতন্যকে, নাগাও কি তাই করলেন?
এই দৃশ্য আর দেখা যাবে না সামান্থা-নাগার
| Edited By: | Updated on: Mar 23, 2022 | 6:34 PM
Share

বলিউড হোক কিংবা দক্ষিণ একের পর এক তারকারা তাঁদের বিবাহিত জীবনে বিচ্ছেদ টানচ্ছেন। এমনই দু’জন হলেন সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্য। অক্টোবর ২০২১ সালে তাঁদের বিচ্ছেদের খবর আসে। ২০১৫ সাল থেকে সম্পর্কে তাঁরা। বিয়ে করেন ২০১৭ সালে। বিয়ের ৪ বছরের মাথায় তাঁরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

তাঁদের বিচ্ছেদ নিয়ে নানা মুনির নানা মত। কয়েকদিন আগে সামান্থা তাঁর বিয়ের শাড়ি নাগা আর তাঁর পরিবারের কাছে ফিরে দেন। শাড়িটি নাগার ঠাকুমার ছিল। এই ঘটনায় অনেকের মনে হয়েছিল আবার তাঁরা নতুন করে শুরু করবেন হয়তো! এমন ধরনের গুজব থেকেই এবার কঠিন পদক্ষেপ নিলেন সামান্থা। তিনি তাঁর ইনস্টাগ্রাম থেকে নাগার সঙ্গে যাবতীয় ছবি ডিলিট করে দেন। সঙ্গে তাঁকে আনফলোও করে দেয়। শুধু এতেই ফ্যামেলি ম্যান সিরিজের অভিনেত্রী থামেননি, সঙ্গে অর্থবহ একটি পোস্টও দেন। হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন, “আমার মা বলেন, কখনও বাইরে থেকে যে শক্তি দেখা যায়, তা সব সময় অগ্নিশিখা নাও হতে পারে, কখনও কখনও এটি একটি ছোট স্ফুলিঙ্গও হতে পারে, বলতে পারে তুমি যা পেয়েছো তা-ই নিয়ে চলতে থাকো”।

সামান্থা আনফলো করলেও নাগা এখনও তাঁকে ফলো করেন। অন্যদিকে নাগাকে আনফলো করলেও তাঁর ভাই অখিল আকাকেনিকে এখনও ফলো করেন সামান্থা। ২০২১ সালে দু’জনে একটি পোস্ট করে তাঁদের আলাদ হওয়ার কথা ঘোষণা করেন। যেখানে তাঁরা জানান, তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্ব। আলাদা হলেও তাতে ছেদ পড়বে না। তবে সকলের কাছে আর্জি রাখেন, তাঁদের এই কঠিন সময়ে পাশে থাকার। সঙ্গে এত বড় সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে পারেন, তাঁর জন্য প্রার্থনা করেন। শোনা যায়, সামান্থার ছবির কাজ নিয়েই আকাকেনি পরিবারে সমস্যা হচ্ছিল। সেটাই এই বিচ্ছেদের অন্যতম কারণ। যদিও নাগা-সামান্থা এই নিয়ে কোনও দিনই মুখ খোলেননি।

আরও পড়ুন: Shefali Shah-Aamir Khan: শেফালি শাহ কলেজ জীবনের কোন গোপন খবর এতদিন পর প্রকাশ্যে আনলেন?

আরও পড়ুন: Bollywood Controversy: সলমনকে প্রতারনা! ঐশ্বর্যের প্রেম ভাঙার পেছনে কি ছিল শাহরুখ-রানির হাত?