Shefali Shah-Aamir Khan: শেফালি শাহ কলেজ জীবনের কোন গোপন খবর এতদিন পর প্রকাশ্যে আনলেন?

Shefali Shah-Aamir Khan: শেফালি তাঁর বলিউডের বড় ব্রেক পেয়েছিলেন রাম গোপাল বর্মার ‘রঙ্গিলা’ ছবিতে। তাঁর অভিনীত চরিত্র ছোট হলেও তিনি আমির খানের ছবিতে কাজ করার সুযোগ পান।

Shefali Shah-Aamir Khan: শেফালি শাহ কলেজ জীবনের কোন গোপন খবর এতদিন পর প্রকাশ্যে আনলেন?
আমির-শেফালি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2022 | 6:36 PM

শেফালি শাহ। তাঁর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। অন্যরকম ছবির জন্য তাঁর নাম এক কথায় পরিচালকদের মাথায় আসে। ‘দিল্লি ক্রাইম’ সিরিজ হোক হোক কিংবা সদ্য মুক্তি পাওয়া ‘জলসা’ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। ‘জলসা’র প্রচারে শেফালি তাঁর কলেজ জীবনের গোপন খবর নিজেই সামনে আনলেন!

কি সেই ঘটনা?

শেফালির বলিউডের পারফেকসনিস্ট আমির খানের প্রতি ছিল ক্রাশ। কলেজে পড়ার সময় তিনি পাগল ছিলেন আমিরের প্রতি। তিনি তাঁকে প্রেমপত্রও পাঠিয়েছিলেন! কি ছিল সেই চিঠিতে? তিনি তাঁর মনের কথা ভাগ করেন সেই চিঠিতে। শুধু চিঠি দিয়েই খ্যান্ত হননি, সঙ্গে নিজের একটি ছবিও দিয়েছিলেন। তবে এর বেশি জলসার রুকসানা কিছু জানালেন না। অর্থাৎ তাঁর চিঠির প্রতিত্তোরে কী বলেছিলেন আমির তা তিনি গোপনই রাখলেন।

মজার বিষয় শেফালি তাঁর বলিউডের বড় ব্রেক পেয়েছিলেন রাম গোপাল বর্মার ‘রঙ্গিলা’ ছবিতে। তাঁর অভিনীত চরিত্র ছোট হলেও তিনি আমির খানের ছবিতে কাজ করার সুযোগ পান। কিন্তু তখনকার কোনও প্রতিক্রিয়াও অবশ্য তিনি ভাগ করেননি। এই ছবি দিয়ে উর্মিলা মান্ডকরও নিজের একটি জায়গা করে নেন বলিউডে। এই ছবির গান আজও বলিউডি ছবির গানের তালিকায় একটি বিশেষ জায়গা করে রেখেছে।

ডিজিটাল মাধ্যমে মুক্তি পেয়েছে ‘জলসা’। ইতিমধ্যে ছবিটি সবদিক থেকেই ভাল সাড়া ফেলেছে। দর্শক পছন্দ করছেন, সমালোচকরাও ভাল বলছেন। বিদ্যা বালন অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ‘জলসা’তে।শেফালির হাতে এই মুহূর্তে রয়েছে আলিয়া ভাটের প্রযোজনা সংস্থার ছবি ‘ডার্লিংস’। ছবিতে আলিয়া নিজে অভিনয় করছেন। আর রয়েছেন বিজয় বর্মা।

আরও পড়ুন:   Prabhas-‘Baahubali: ‘বাহুবলী’ কেরিয়ার পরিবর্তন করে দিয়েছে, কেন বলছেন প্রভাস?

আরও পড়ুন: Kangana Ranaut Birthday: কোন-কোন ঘটনায় শিরোনামে কঙ্গনা? জন্মদিনে ফিরে দেখা বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইনকে