Prabhas-‘Baahubali: ‘বাহুবলী’ কেরিয়ার পরিবর্তন করে দিয়েছে, কেন বলছেন প্রভাস?
Prabhas-'Baahubali: এই ছবির ভারতীয় সিনেমার ইতিহাসে একটা মাইলস্টোন। প্রভাসের কেরিয়ারও পুরো বদলে দেয় এই ছবি। এমনটা নিজেই বলেছেন রাজামৌলির মহেন্দ্র বাহুবলী।
২০১৫ সাল। প্রভাস অভিনীত ‘বাহুবলী’ ছবি মুক্তি পায়। মুক্তির পরই বিশ্ব সিনেমায় ইতিহাস তৈরি করে এই ছবি। সঙ্গে প্রথম ছবির শেষে জানা যায় এই ছবির দ্বিতীয় ভাগও আসতে চলেছে। শেষ দৃশ্যে দেখা যায় কাটাপ্পা তাঁর স্নেহের বাহুবলীকে হত্যা করছে, ‘কেন কাটাপ্পা মারল বাহুবলীকে’-এই প্রশ্নও দর্শকদের মুখে মুখে ছড়িয়ে পড়তে সময় নেয়নি । সঙ্গে প্রভাসকে অন্যরূপ দেখার জন্য আগ্রহও তৈরি হয়। প্রথম ছবিতে একজন সাধারণ মানুষ শিবা তিনি। প্রেমিকা অবন্তিকার জন্য মাহেশমতির রানি দেবসেনাকে বাঁচাতে যায়। গল্পের মোড় ঘোরে যখন শিবাকে দেখে সকলে মহেন্দ্র বাহুবলী বলে সম্বোধন করে। তখন থেকেই বোঝা যায় মাহেন্দ্র বাহুবলী রূপে তিনি দ্বিতীয় ছবি ‘বাহুবলী দ্য কনক্লুসন’-এ (২০১৭ সাল মুক্তি পায়) আসছেন।
এই ছবি ভারতীয় সিনেমার ইতিহাসে একটা মাইলস্টোন। প্রভাসের কেরিয়ারও পুরো বদলে দেয় এই ছবি। এমনটা নিজেই বলেছেন রাজামৌলির মহেন্দ্র বাহুবলী। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রভাসের ‘রাধেশ্যাম’ ছবি। ছবির প্রচারে বিভিন্ন সাক্ষাৎকারের মাঝেই এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন, “এটা বাহুবলী, এটা সত্যিই আমার জীবনের বাহুবলী। এটা আমার জন্য খুবই উত্তেজনাপূর্ণ। যেখানেই আমি যাই, সকলে আমাকে এই ছবির জন্য চেনে, এই সবই হয় বাহুবলীর জন্য। তাই আজ আমার জীবনে যা যা হচ্ছে, সবই বাহুবলীর জন্য। যদি আমি ভাগ্যবান হই বা বিষয়টা খুব বড় হয়, তবে সবই ওই ছবির জন্য”।
দুটো ছবিতে প্রভাস ছাড়াও অভিনয় করেন রাণা দুগ্গাবতি, অনুষ্কা শেঠি, তমন্না, রামিয়া কৃষ্ণা, নাসির, সত্যরাজ প্রমুখ। ‘বাহুবলী’র পর প্রভাস করেন শ্রদ্ধা কাপুরের সঙ্গে ‘সাহো’। এর পর ‘রাধেশ্যাম’ ছবিতে পুজা হেগড়ে তাঁর নায়িকা। রয়েছে আরও অনেক ছবি। রামরূপে তাঁকে পাওয়া যাবে ‘আদিপুরুষ’ ছবিতে। এছাড়া ‘প্রজেক্ট কে’, ‘সালার’, ‘স্পিরিট’ আর মারুথি পরিচালিত একটি ছবি। আর এ সব কিছুই হচ্ছে ‘বাহুবলী’র জন্য।