‘নকলি সিংঘম’, শাহরুখ পুত্রকে আটক করা NCB কর্তা এবার বড় বিপত্তিতে

Feb 11, 2024 | 2:42 PM

Sameer Wankhede: রাতারাতি রিয়েল লাইফের সিংঘম তখমা পাওয়া পুলিশের সামনে আ সে অন্য রূপ। এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে, যিনি আরিয়ান খানকে কর্ডেলিয়া নামক প্রমোদতরী থেকে গ্রেফতার করেছিলেন, তাঁর বিরুদ্ধেই ষড়যন্ত্রের অভিযোগ ওঠে।

নকলি সিংঘম, শাহরুখ পুত্রকে আটক করা NCB কর্তা এবার বড় বিপত্তিতে

Follow Us

২০২১ সালে মাদক মামলায় নাম উঠে এসেছিল বলিউডের সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। সেই মামলা ঘিরে বিস্তর জলঘোলা হয়। নারকোটিক্স কন্ট্রোল ব্য়ুরোর (NCB) হাতে গ্রেফতারির পর ২১ দিন হাজতবাস করতে হয় আরিয়ান খানকে। কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে শেষমেষ মুক্তি পান আরিয়ান। এরপরও মামলা থামেনি। দীর্ঘ ছয়মাস ধরে চলতে থাকে সেই মামলা। তবে আরিয়ান খান বেকসুর খালাস হলেও, বিপত্তিতে পড়ে যান সমীর ওয়াংখেড়ে। রাতারাতি রিয়েল লাইফের সিংঘম তখমা পাওয়া পুলিশের সামনে আ সে অন্য রূপ। এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে, যিনি আরিয়ান খানকে কর্ডেলিয়া নামক প্রমোদতরী থেকে গ্রেফতার করেছিলেন, তাঁর বিরুদ্ধেই ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। শাহরুখ খানের কাছ থেকে মোটা টাকার ঘুষ আদায়ের চেষ্টাতেই আরিয়ানকে গ্রেফতার করেছিলেন এনসিবির দুঁদে অফিসার, এমনটাই অভিযোগ।

তবে সেখানেই ইতি টানল না বিতর্ক। এবার সামনে এল আরও নয়া তথ্য, আর্থিক তচ্ছরূপের দায়ে নাকি সমস্যার মুখোমুখি এবার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শাহরুখ খানের থেকে ২৫ কোটি টাকা দাবি করেছিলেন তিনি। এবার তাঁকেই আর্থিক তচ্ছরূপের দায়ে আটক করল CBI। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, একাধিক ধারায় অভিযোগও দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে।

সম্প্রতিই এনসিবির তরফে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে ২০১৭ থেকে ২০২১ সাল- এই পাঁচ বছরে সমীর ওয়াংখেড়ে তাঁর পরিবারকে নিয়ে ছয়বার বিদেশ সফরে গিয়েছিলেন। ব্রিটেন, আয়ারল্যান্ড, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা ও মলদ্বীপে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। সবমিলিয়ে মোট ৫৫ দিন বিদেশে কাটিয়েছিলেন তাঁরা।

 

Next Article