চিনতে পারছেন? এটি কোন অভিনেত্রী কিশোরী বেলার ছবি?

স্বরলিপি ভট্টাচার্য |

Mar 19, 2021 | 3:22 PM

ভাল করে লক্ষ্য করে দেখুন, হয়তো তাঁর এখনকার চেহারার সঙ্গে মুখের মিল পাবেন আপনি। কে ইনি, আপনি কি চিনতে পারছেন?

চিনতে পারছেন? এটি কোন অভিনেত্রী কিশোরী বেলার ছবি?
সমীরার শেয়ার করা ছবি। সৌজন্যে ইনস্টাগ্রাম।

Follow Us

সাদার উপর কালো এবং ব্রাউন চেক শার্ট। খোলা চুল। সোজা ক্যামেরার দিকে যে কিশোরী তাকিয়ে রয়েছেন, তাঁকে একবার দেখলে হয়তো চিনতে পারবেন না। কিন্তু ভাল করে লক্ষ্য করে দেখুন, হয়তো তাঁর এখনকার চেহারার সঙ্গে মুখের মিল পাবেন আপনি। কে ইনি, আপনি কি চিনতে পারছেন?

আপনার কাজটা একটু সহজ করে দেওয়া যাক। ইনি বলিউড (bollywood) অভিনেত্রী (Actress)। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। এবার কি চিনতে পারছেন, এটি কোন অভিনেত্রী কিশোরী বেলার ছবি?

ইনি সমীরা রেড্ডি (sameera reddy)। সোশ্যাল মিডিয়ায় কখনও রান্না, কখনও ফিটনেস নিয়ে অনুরাগীদের পরামর্শ দেন তিনি। কখনও বা রান্না করে রেসিপি শেয়ার করেন। এ হেন সমীরা এ বার নিজের কিশোরী বয়সের এই ছবিটি শেয়ার করেছেন।

সমীরা লিখেছেন, ‘টিনএজার হিসেবে আমি ধাক্কা খেয়েছিলাম। আমি আমার সন্তানদের শেখাই দয়ালু হতে হবে, অনেক বেশি সহ্য ক্ষমতা বাড়াতে হবে। যে কোনও পরিবর্তনকে মেনে নিতে হবে। সবাই সমান হবে না। অনেক বিরূপ মন্তব্য আমি শুনে সহ্য করেছিলাম। আমি এই কিশোরীকে বলতে চাই, ও সব দিক থেকে সঠিক ছিল।’

আরও পড়ুন, নিজের থেকে বেশি বয়সের চরিত্রে অভিনয় করতে গিয়ে ওজন বাড়িয়েছি: সন্দীপ্তা

আসলে ইংরেজি ভাষায় ‘পারফেক্ট’ শব্দটার অর্থ এক একজনের কাছে এক এক রকম। ওজন বেশি হলে বা ত্বকের রং কালো হলেই যে তিনি পারফেক্ট হবেন না, এমন কোনও নিয়ম নেই। কিন্তু আমাদের সমাজ দুর্ভাগ্যবশত এখনও তেমনই ভাবে। চেহারা নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল সমীরাকে। পরোক্ষে তিনি তেমন ইঙ্গিতই দিতে চেয়েছেন বলে মনে করছেন বলি মহলের একটা বড় অংশ। তবে সে সব ঝেড়ে ফেলে অনেকটা পথ পেরিয়ে এসেছেন তিনি। যে পরিস্থিতি তিনি সামলেছেন, তাঁর সন্তানদের যেন তেমন পরিস্থিতির মুখোমুখি না হতে হয়, তেমন শিক্ষাই তিনি দিতে চান বলে জানিয়েছেন।

২০১২-তে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল সমীরাকে। প্রকাশ ঝায়ের পরিচালনায় ‘চক্রব্যুহ’ ছবিতে মনোজ বাজপেয়ী, অর্জুন রামপাল, অভয় দেওলের সঙ্গে অভিনয় করেছিলেন সমীরা। ইদানিং পরিবারই তাঁর প্রায়োরিটি। তাই অনেক বেছে বেছে ছবি পছন্দ করেন তিনি।

আরও পড়ুন, পরিবারের আগে কাদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করবেন রানি?

Next Article