মিম, ট্রোলকে সঙ্গী করেই বিয়ের এক মাস পার করলেন সানা, শেয়ার করলেন ভিডিয়ো

ক্যাপশনে লিখলেন, "জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত।"

মিম, ট্রোলকে সঙ্গী করেই বিয়ের এক মাস পার করলেন সানা, শেয়ার করলেন ভিডিয়ো
বিয়ের এক মাস পার করলেন সানা খান।
Follow Us:
| Updated on: Dec 20, 2020 | 7:18 PM

বিতর্ক, ট্রোল, মিমকে সঙ্গী করে বিয়ের এক মাস পূর্ণ করলেন সদ্য বলিউডকে বিদায় জানান অভিনেত্রী সানা খান এবং মুফতি অনস। ইনস্টাগ্রামে আজ আবেগঘন সানা পোস্ট করলেন তাঁর বিয়ের দিনের কিছু না-দেখা মুহূর্তের ভিডিয়ো। ক্যাপশনে লিখলেন, “জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত।”

ভিডিয়োতে দেখা যাচ্ছে কমলা রঙের ওড়না জড়িয়ে বিয়ের কাগজে সই করছেন সানা। সানা লিখেছেন, “এই দিনেই বলেছিলাম ‘কবুল হ্যায়’। একমাস হয়ে গেল। এ ভাবেই হেসে হেসে যেন বাকি দিনগুলোও কাটিয়ে দিতে পারি।” পাশপাশি সানা জানান, কমলা রঙের যে ওড়না তিনি জড়িয়ে রয়েছেন ভিডিয়োতে তা তাঁর শাশুড়ি নিজের হাতে বিয়ে উপলক্ষে বানিয়ে দিয়েছিলেন।

গত ২০ নভেম্বর চুপিসারেই ধর্মগুরু মুফতিকে বিয়ে করেছিলেন সানা। হনিমুনের জন্য উড়ে গিয়েছিলেন কাশ্মীরেও। পালন করেছিলেন স্বামী মুফতির জন্মদিনও। ডাল লেকের চোখ ধাঁধান সৌন্দর্য অথবা বরফে ঢাকা কাশ্মীরের নৈসর্গিক রূপ…সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিচ্ছিলেন তিনি। কিন্তু ট্রোলিং পিছু ছাড়েনি। সানার আচমকা বলিউড ছাড়ার সিদ্ধান্ত থেকে শুরু করে মুফতি’র রূপ…মিমে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। সানার প্রাক্তন প্রেমিক কোরিওগ্রাফার মেলভিন লুইসের কথা টেনে এনেও ব্যক্তিগত আক্রমণ করা হয়েছিল তাঁকে। সানা যদিও সে সবে পাত্তা দেননি। তাঁর চোখে মুফতি-ই যে ‘সেরা স্বামী’ সে কথাই ইনস্টাগ্রামে লিখেছিলেন অভিনেত্রী।

বিয়ের কিছু দিন আগে হঠাৎই জাইরা ওয়াসিমের মতো বলিউডকে কে বিদায় জানিয়েছিলেন সানা। ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে তিনি লিখেছিলেন, আর্ত মানুষের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান তিনি। নিজেকে নিয়োগ করতে চান মানবসেবায়। ১৫ বছরের দীর্ঘ কেরিয়ারকে বিদায় জানিয়ে সানা যখন বিয়ে করেন তখন নেটিজেনদের একাংশ সোশ্যাল মিডিয়ায় খুল্লামখুল্লা দাবি করেছিলেন স্বামীর কারণেই বলিউডকে বিদায় জানিয়েছেন সানা। যদিও মুফতি কিছু দিন আগে এক সাক্ষাৎকারে জানান, তিনি জোর করেননি। নিজের ইচ্ছেতেই বি-টাউনকে বিদায় জানিয়েছেন সানা।