গত দুই মাস ধরে উত্তপ্ত সন্দেশখালি। ৫৫ দিন ধরে ‘নিখোঁজ’ থাকা শাহজাহান সম্প্রতি গ্রেফতার হলেও অশান্তি কমেনি। এরই মধ্যে বড় ঘোষণা। খুব শীঘ্রই সন্দেশখালি নিয়ে তৈরি হতে চলেছে ছবি। কে পরিচালক? শাহজাহানের ভূমিকাতে দেখা যাবে কাকে? ছবিটির প্রযোজক সুমিত চৌধুরী ও কিওয়াল শেঠি। পরিচালক সৌরভ তিওয়ারি। সব ঠিক থাকলে ২০২৪-এর অগস্ট মাসেই শুরু হবে শুটিং।
এরই মধ্যে ছবির কাস্ট বাছা হয়ে গিয়েছে বলেই খবর। সন্দেশখালি মানেই থাকবে শাহজাহান প্রসঙ্গও। তবে শাহজাহানের ভূমিকায় কাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি। শুক্রবার এক্স হ্যান্ডেলের মাধ্যমে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ লেখেন, “পারিন মাল্টিমিডিয়ার তরফে জানানো হচ্ছে, সন্দেশখালির বীভৎসতা নিয়ে একটি ছবি আসতে চলেছে। যদিও সেই ছবির নাম এখনও ঠিক হয়নি। ছবিটির চিত্রনাট্য লিখেছেন সুমিত চৌধুরী। ২০২৫ সাকে এই ছবি মুক্তি পাবে।”
ইতিমধ্যেই ওই প্রযোজনা সংস্থার তরফে একটি টিজারও প্রকাশ করা হয়েছে। সৌরভ এর আগে বেশ কিছু ছবি পরিচালনা করেছেন। এর মধ্যে ‘সব সাতরঙ্গি’ এবং ‘কৃষ্ণ চলি লন্ডন’ উল্লেখযোগ্য। ছবি তৈরি নিয়ে তাঁর বক্তব্য, “সন্দেশখালি নামটা এই মুহূর্তে যেই শুনবে তার মনে আতঙ্ক তৈরি হবে। দেশের একটি রাজ্যে কীভাবে এমন ঘটনা ঘটছে তা দেখে সকলেই হতবাক। তাই এই নিয়ে সচেতনতা তৈরিই আমাদের লক্ষ্য যাতে সকলে এই পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি।”