নিজের থেকে বেশি বয়সের চরিত্রে অভিনয় করতে গিয়ে ওজন বাড়িয়েছি: সন্দীপ্তা

সন্দীপ্তা জানালেন, আটটা এপিসোডে দেখা যাবে এই ওয়েব সিরিজ। যাঁর বেশির ভাগ শুটিং হয়েছে দার্জিলিংয়ে। অঞ্জন দত্তের সঙ্গে দার্জিলিং ওতপ্রোত ভাবে জড়িত। এমন বেশ কিছু জায়গায় তাঁরা নাকি শুটিং করেছেন, যা এর আগে খুব একটা এক্সপ্লোর হয়নি।

নিজের থেকে বেশি বয়সের চরিত্রে অভিনয় করতে গিয়ে ওজন বাড়িয়েছি: সন্দীপ্তা
সন্দীপ্তা সেন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

|

Mar 19, 2021 | 2:49 PM

অঞ্জন দত্ত, তাঁর কাছে একটা প্রতিষ্ঠানের নাম। অঞ্জন দত্ত তাঁর কাছে কিংবদন্তী। তিনি অর্থাৎ অভিনেত্রী (Actress) সন্দীপ্তা সেন (Sandipta Sen), এমন ভাবে ভাবতে ভালবাসেন। এটাই বিশ্বাস করেন। এ হেন অঞ্জনের সঙ্গে প্রথম কাজ করলেন সন্দীপ্তা। অবশ্যই স্পেশ্যাল সেই অভিজ্ঞতা।

অঞ্জন দত্তর লেখা এবং পরিচালনায় হইচই ওয়েব প্ল্যাটফর্মে আসতে চলেছে ওয়েব সিরিজ ‘মার্ডার ইন দ্য হিলস্’। আর সেখানে অভিনয় করছেন সন্দীপ্তা। তাঁর চরিত্রের নাম ডা: নিমা প্রধান।

কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সন্দীপ্তা বললেন, “অঞ্জনদাকে ধন্যবাদ, মণিদাকে ধন্যবাদ। প্রথমবার এমন ধূসর চরিত্রে আমাকে দেখতে পাবেন দর্শক। আমি এমন একটা চরিত্র করতে পারি, এই বিশ্বাস ওঁরা রেখেছেন। নিজের বয়সের থেকে বেশি বয়সের চরিত্র প্রথম করলাম। সে জন্য ওজনও বাড়িয়েছিলাম।” তিনি আরও বলেন, “গোটা কাজটা আমার কাছে অ্যাক্টিং ওয়ার্কশপের মতো ছিল। এত সুন্দর করে বুঝিয়ে দেন অঞ্জনদা, কোনও অসুবিধে হয়নি।”

সন্দীপ্তা জানালেন, আটটা এপিসোডে দেখা যাবে এই ওয়েব সিরিজ। যাঁর বেশির ভাগ শুটিং হয়েছে দার্জিলিংয়ে। অঞ্জন দত্তের সঙ্গে দার্জিলিং ওতপ্রোত ভাবে জড়িত। এমন বেশ কিছু জায়গায় তাঁরা নাকি শুটিং করেছেন, যা এর আগে খুব একটা এক্সপ্লোর হয়নি। শুটিং শেষ হলেও ডাবিং বা সম্পাদনার কাজ এখনও বাকি। ফলে কবে নাগাদ দর্শক দেখতে পাবেন, তা এখনও নিশ্চিত নয়।

পরিচালনার পাশাপাশি একটি চরিত্রে অঞ্জন অভিনয়ও করেছেন। তিনি এবং সন্দীপ্তা ছাড়া সৌরভ চক্রবর্তী, অনিন্দিতা বসু, অর্জুন চক্রবর্তী, রাজদীপ গুপ্তর মতো শিল্পীদের অভিনয় দেখতে পাবেন দর্শক।

আরও পড়ুন, পরিবারের আগে কাদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করবেন রানি?