সেক্সনির্ভর ওয়েব সিরিজ দেখা আর পর্নোগ্রাফি তো এক নয়: স্যান্ডি সাহা

শুভঙ্কর চক্রবর্তী |

Dec 06, 2020 | 10:39 AM

টলিউডের পরিচালকেরা তাঁকে নিয়ে কাজ করার ‘সাহস’ পান না—অন্তত এমনটাই মনে করেন তিনি। কারণ ভাইরাল ভিডিওতে তাঁর মুখে শোনা যায় ‘স্ল্যাং’। তাই তাঁর মনে হয়, তাঁকে ঠিকঠাক চিনতে এবং যথার্থ কাজ দিতে পেরেছেন মাত্র একজন পরিচালক: কিউ Q। নিজের সম্পর্কে এহেন ধারণা যাঁর, তিনি অন্যতম জনপ্রিয় ইউটিউব স্টার স্য়ান্ডি সাহা (Sandy Saha)। কিউ-এর নতুন ওয়েব […]

সেক্সনির্ভর ওয়েব সিরিজ দেখা আর পর্নোগ্রাফি তো এক নয়: স্যান্ডি সাহা
'ঠাকুরমার ঝুলি'তে স্যান্ডি সাহা। গ্রাফিক্স: অভিজিৎ বিশ্বাস

Follow Us

টলিউডের পরিচালকেরা তাঁকে নিয়ে কাজ করার ‘সাহস’ পান না—অন্তত এমনটাই মনে করেন তিনি। কারণ ভাইরাল ভিডিওতে তাঁর মুখে শোনা যায় ‘স্ল্যাং’। তাই তাঁর মনে হয়, তাঁকে ঠিকঠাক চিনতে এবং যথার্থ কাজ দিতে পেরেছেন মাত্র একজন পরিচালক: কিউ Q। নিজের সম্পর্কে এহেন ধারণা যাঁর, তিনি অন্যতম জনপ্রিয় ইউটিউব স্টার স্য়ান্ডি সাহা (Sandy Saha)। কিউ-এর নতুন ওয়েব সিরিজ ‘ঠাকুরমার ঝুলি’র গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন স্যান্ডি। এর আগে স্যান্ডি বিরসা দাশগুপ্তের ছবি ‘বিবাহ অভিযান’-এ অভিনয় করেছিলেন।
সিরিজে হঠাৎ স্যান্ডি সাহা?

“স্যান্ডি যেভাবে নিজের সেক্সুয়ালিটি সেলিব্রেট করে এবং নিজের ভিডিওতে বিভিন্ন নামকরা সেলেব্রিটিদের টক্কর দেয়, সেটা আমাকে আকৃষ্ট করে। আমার ব্যক্তিগতভাবে স্যান্ডির চরিত্রের এই বিশেষ দিকটা ভীষণ পছন্দের। ‘ঠাকুরমার ঝুলি’ সিরিজে ওঁর চরিত্র এটাই ডিমান্ড করে,” বললেন পরিচালক। কিউয়ের কথার প্রসঙ্গে চলচ্চিত্র বিশেষজ্ঞ তথা চলচ্চিত্র সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, “ছবির চরিত্রে তথাকথিত নারীসুলভ পুরুষ এবং পুরুশালী নারীর যে এক্সট্রিম বিভাজন তৈরি করা থাকে, তা যদি সত্যিই কেউ ভেঙে দিতে পারেন, তা হলে তো ভালই। এটা অবশ্যই ইতিবাচক দৃষ্টান্ত। যাঁরা এই সীমানা পেরিয়ে যেতে পারেন, তাঁদের আমি অভিনন্দন জানাই।”
কিউয়ের সিরিজ ‘ঠাকুরমার ঝুলি’র যে চরিত্র নিয়ে এত কথা, তা নিয়ে ভীষণ উত্তেজিত স্যান্ডি। সিরিজের চরিত্র প্রসঙ্গে বললেন স্যান্ডি বলেন, “রুপকথার রাজ্যে ‘ব্য়াঙ্গমা-ব্য়াঙ্গমি’, ‘কাকঁনমালা’, ‘কিরণমালা’, ‘রাজকন্যা’, ‘রাজপুত্তুর’ এমন সব কাল্পনিক চরিত্রগুলো রয়েছে সিরিজে। আমি রয়েছি এক ‘এলিয়েন’-এর চরিত্রে। নাম ডক্টর ডিম। গল্পে আমি এক ‘অণ্ড’গ্রহে (Testicles) থাকি। সেই গ্রহ ফেটে যায়। এবং আমি ‘তেপান্তরের মাঠ’-এ চলে আসি। তারপর ‘ব্য়াঙ্গমা-ব্য়াঙ্গমি’, ‘সুখ-সারি’, ‘সোনার পাখি’, সবার ডিম চুরি করে তার থেকে রস নিয়ে গুপ্তরোগ নিরাময় করি। ‘অরুণ-বরুণ’ আমার কথায় চুরি করে।“
‘হইচই’-এর ৮ এপিসোডের ওয়েব সিরিজ ‘ঠাকুরমার ঝুলি’। তার মধ্যে তিনটে জুড়ে রয়েছে স্যান্ডি। অভিনয় করেছেন ঋতব্রত মুখোপাধ্যায়, জয়রাজ ভট্টাচার্য, কমলিকা মুখোাপাধ্যায়, শ্বেতা চৌধুরী প্রমুখ।
কিন্তু ‘ঠাকুরমার ঝুলি’র মানুষের কাছে নস্ট্য়ালজিয়া। তা নিয়ে ‘সেক্স’ সিরিজ?
“এ দেশে হয়তো ‘ঠাকুরমার ঝুলি’ পরিবারের সঙ্গে বসে দেখা যাবে না। কিন্তু পাশ্চাত্য়ের কোনও দেশে হয়তো এই ‘ফ্য়ামিলি ভিউয়িং’টাই খুব সহজে সম্ভব। মা-বাবা-ছেলেপুলে একসঙ্গে বসে ‘ঠাকুরমার ঝুলি’ দেখছে। সেক্সনির্ভর ওয়েব সিরিজ দেখা আর পর্নোগ্রাফি তো এক নয়। সেক্স সিরিজ শিক্ষামূলক বলে আমি মনে করি। কিন্তু পর্নোগ্রাফি দেখে মানুষ মাস্টারবেট করে,” টানা বলে চললেন স্যান্ডি।

‘ডক্টর ডিম’ লুকে স্যান্ডি সাহা। গ্রাফিক্স: অভিজিৎ বিশ্বাস

তার মানে ‘কিউ’ মানে স্ক্রিপ্টে শুধু গালাগালি আর সেক্স?
“সেক্স তো আছে সিরিজে। তবে স্ল্যাং কিছু স্ক্রিপ্টে নেই। কিউ আমাকে শুটিং সেটে কোনও স্ক্রিপ্টই দেননি। আমি রিয়েল লাইফে যেমন স্ল্যাং ব্য়বহার করি, সেটেও তেমনই করেছি। শুটিংয়েও দিচ্ছি। সিরিজেও দেব,” হাসতে হাসতে বললেন স্যান্ডি।
আপনার আর কিউ-এর কেমিস্ট্রিটা কেমন?
সংক্ষিপ্ত উত্তর স্য়ান্ডির, “আমি আর কিউ মানে কন্ট্রোভার্সি।”

Next Article