ইদে রিলিজ হতে পারে বনসালীর বহু প্রতীক্ষিত ছবি ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’
শোনা যাচ্ছে, ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’ ছবিতে দুটি গানের শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন আলিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২১-এর ইদে মুক্তি পেতে পারে ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’। ছবিতে আলিয়া ছাড়াও এক ক্যামিও চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ।
২০১৯-এর নভেম্বরে ছবির শুটিং শুরু হয় তবে প্যান্ডেমিকের কারণে তা মার্চে তা বন্ধ হয়ে যায়। যা খবর, সঞ্জয় লীলা বনসালির ছবি ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’র কাজ একেবারে শেষর দিকে। আলিয়া ভাটকে আপাতত ছুটি দেওয়া হয়েছে। এবং তিনি তাঁর গার্ল গ্যাং নিয়ে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন। ছবির শেষ কাজটুকু এ সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে।
আরও পড়ুন প্রয়াত অভিনেতা, রাজ কাপুরের পুত্র রাজীব কাপুর
সূত্রের খবর, “দিনরাত শুটিং করে আলিয়া ভীষণ ক্লান্ত হয়ে উঠেছেন। তবে কোনও অভিযোগ করেননি অভিনেত্রী। তবে সঞ্জয় লীলা বনসালি নিজে তাঁকে কিছু দিনের ছুটি দিয়েছেন। এরকম সময়ে আলিয়াকে ছুটি দেওয়ার জন্য সত্যিই কিন্তু বেশ সাহস লাগে। তবে সঞ্জয় আলিয়াকে নিয়ে ভীষণ খুশি। আলিয়া সবসময় এক ঘণ্টা আগে সেটে ঢুকতেন এবং নিজের চরিত্রের সংলাপ নিয়ে অনুশীলন করতেন।”
View this post on Instagram
ছুটি পেয়ে আলিয়া মলদ্বীপের নীল জলে গা ভাসিয়েছেন। একের পর এক ছবি পোস্টও করেছেন অভিনেত্রী। বিচ হলিডেতে তিনি একা নন, সঙ্গে রয়েছেন প্রিয় বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর, অনুষ্কা রঞ্জন এবং তাঁর বোন শাহিন ভাট। আলিয়ার পরনে ছিল মাল্টি কালারড টিউব বিকিনি। সামনের দিকে রয়েছে গিঁট বাঁধা। চোখে কালো সানগ্লাস। হাতে কালো রঙের ব্যান্ড। ভেজা চুলে ক্যামেরায় এক গাল হেসে পোজ দিচ্ছেন আলিয়া। চোখে ব্ল্যাক সানগ্লাস। ক্যাপশানে লেখা, ‘নীল সমু্দ্র এবং পিসিস’। নীল জলের মৎস্য কন্যার ছবিতে একের পর এক কমেন্টে ছেয়ে যাচ্ছে বক্স। কেউ লিখছেন ‘হট’ তো কেউ একের পর এক ফায়ার, হার্টের ইমোজিতে ভরিয়ে দিয়েছে।
View this post on Instagram
শোনা যাচ্ছে, ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’ ছবিতে দুটি গানের শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন আলিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২১-এর ইদে মুক্তি পেতে পারে ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’। ছবিতে আলিয়া ছাড়াও এক ক্যামিও চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ।
View this post on Instagram