কোভিড আক্রান্ত হলেন সঞ্জয় লীলা বানসালি, বন্ধ হল ‘গাঙ্গুবাঈ’-এর শুটিং

পরিচালক সঞ্জয় লীলা বানসালি কোভিড আক্রান্ত হয়েছেন। যদিও পরিচালক কোভিড নিয়ে নিজে কিছু জানাননি। তাঁর ঘনিষ্ঠ একজন পরিচালকের কোভিড পজিটিভের কথা জানান। স্বাভাবিকভাবেই আপাতত বন্ধ ‘গাঙ্গুবাঈ’-এর শুটিং।

কোভিড আক্রান্ত হলেন সঞ্জয় লীলা বানসালি, বন্ধ হল ‘গাঙ্গুবাঈ’-এর শুটিং
সঞ্জয়
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2021 | 5:12 PM

একের পর এক তারকারা কোভিড আক্রান্ত হচ্ছেন। আজ সকালেই খবর এসেছে রণবীর কাপুর কোভিড পজিটিভ। এখন খবর, পরিচালক সঞ্জয় লীলা বানসালি কোভিড আক্রান্ত হয়েছেন। তিনি তাঁর নতুন ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’-র শুটিং করছিলেন। ছবির সেটেই তিনি কোভিড আক্রান্ত হন। স্বাভাবিকভাবেই আপাতত বন্ধ ‘গাঙ্গুবাঈ’-এর শুটিং।

সঞ্জয় লীলা বানসালি নিজের অফিসে ‘কোয়ারেন্টাইন’-এ আছেন। তাঁর মায়েরও কোভিড টেস্ট করা হয়েছে। তিনি নেগেটিভ। ভাল আছেন। ‘গাঙ্গুবাঈ’-এর মূল চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। তিনিও নিজেকে ‘আইসোলেশন’-এ রেখেছেন। তাঁরও কোভিড টেস্ট করানো হয়েছে। তবে রিপোর্ট এখনও আসেনি। ‘গাঙ্গুবাঈ’-এর গোটা টিমের টেস্ট করানো হয়েছে। যদিও পরিচালক কোভিড নিয়ে নিজে কিছু জানাননি। তাঁর ঘনিষ্ঠ একজন পরিচালকের কোভিড পজিটিভের কথা জানান।

হুসেন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বই’ থেকে অনুপ্রাণিত হয়ে সঞ্জয় বানাচ্ছেন ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। মূল চরিত্রে আলিয়া ভাট। নিঃসন্দেহে এই ছবি আলিয়ার কেরিয়ারে অন্য মাত্রা আনবে। ‘গাঙ্গুবাঈ’ এখনও অবধি বানানো সঞ্জয় লীলা বানসালির সব চেয়ে বড় ছবি। সম্প্রতি ছবির টিজার মুক্তি পেয়েছে।

আরও পড়ুন :কোভিড আক্রান্ত হলেন রণবীর কাপুর, তবে তিনি ভাল আছেন, জানালেন মা নীতু কাপুর

আলিয়া-রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’-র শুটিং এখনও কিছুটা বাকি। এই অবস্থায় ‘ব্রহ্মাস্ত্র’-র শুটিংও আরও কিছুটা পিছিয়ে গেল। অন্যদিকে সঞ্জয় লীলা বানসালিওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন। ‘গাঙ্গুবাঈ’-এর পোস্ট প্রোডাকশনের পাশাপাশি তিনি ওয়েব সিরিজের প্রি-প্রোডাকশনে মজে আছেন।