পদ্মশ্রী সম্মানকে উৎসর্গ করে নতুন রাগ তৈরিতে মনোনিবেশ করবেন সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য

তাই এই পুরস্কার পাওয়ার কথা কানে আসতেই সবার আগে যোগাযোগ করেন নিজের কাকিমাকে। কারণ কালের নিয়মে হারিয়েছেন নিজের গুরু থেকে মাতা পিতাকে। তিনি টিভিনাইন বাংলাকে বলে, " পদ্মশ্রী সম্মান পেয়ে আমি খুশি, এই সম্মান বুঝিয়ে দেয়, আমি সঠিক পথে এগোচ্ছি। "

পদ্মশ্রী সম্মানকে উৎসর্গ করে নতুন  রাগ তৈরিতে মনোনিবেশ করবেন সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য

| Edited By: আকাশ মিশ্র

Jan 30, 2026 | 4:46 PM

পদ্মশ্রী সম্মান পাচ্ছেন সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানার উজ্জ্বল নাম পণ্ডিত তরুণ ভট্টাচার্য। এই খবর এখন সকলের জানা। তবে মধ্য হাওড়ায় বড় হওয়া তরুণ ভট্টাচার্য তাঁর সন্তুরবাদক প্রশিক্ষণ শুরু করেছিলেন সেই হাওড়া থেকেই। এখন তিনি পাকাপাকি ভাবে কলকাতার বাসিন্দা, যদিও হাওড়ার সঙ্গে তাঁর নিবিড় বন্ধন। তাই এই পুরস্কার পাওয়ার কথা কানে আসতেই সবার আগে যোগাযোগ করেন নিজের কাকিমাকে। কারণ কালের নিয়মে হারিয়েছেন নিজের গুরু থেকে মাতা পিতাকে। তিনি টিভিনাইন বাংলাকে বলে, ” পদ্মশ্রী সম্মান পেয়ে আমি খুশি, এই সম্মান বুঝিয়ে দেয়, আমি সঠিক পথে এগোচ্ছি। ”

পদ্মশ্রী সম্মান পেতে কি দেরি হল? এই প্রশ্নের উত্তরে বললেন, ” আমি পুরস্কারের আশায় কোনদিন রেওয়াজ করিনি। ভালোবেসে কাজ করেছি, তাই এই পাওয়া উপরি পাওনা। তবে এই সম্মান মনোবল বাড়িয়ে দেয়। আরও এই সুর নিয়ে রিসার্চ বেড়ে যাবে, আরও বেশি করে প্র্যাকটিস করব।
মার্চের শেষে এই সম্মান গ্রহনের জন্য দিল্লী যাওয়ার পরিকল্পনা আছে।”

এই সম্মান পেয়ে নতুন কোন রাগ বা সুর তৈরি হয়েছে? এর উত্তরে তরুণ ভট্টাচার্য বললেন, ” এই পুরস্কারের ঘোষণার পর থেকে শুধুই সাক্ষাৎকার দিচ্ছি, অভিবাদন গ্রহন করছি নতুন কিছু সুর তৈরির সময় পাচ্ছিনা। এর আগে আমি একটি রাগ তৈরি করেছিলাম, ‘নম গঙ্গা ‘যেটা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর স্বচ্ছ গঙ্গা অভিযানকে কেন্দ্র করে। আজও ভারতের যেখানেই গঙ্গার কেন্দ্র করে কোন অনুষ্ঠান হলে। এই ‘গঙ্গা রাগ ‘ বাজছে। সেইমত পদ্মশ্রী সম্মান পাওয়ার উপলক্ষে নতুন রাখ তৈরির পরিকল্পনা আছে। একটু সময় পেলেই নতুন সোর্স বা রাগ তৈরিতে মনোনিবেশ করবো”।
সন্তুরের মাধ্যমেই নতুন রাগের অপেক্ষায় থাকলো পদ্মশ্রী তরুণ ভট্টাচার্যের সকল গুনমুগ্ধ শ্রোতার।