সারা আলি খান ভক্তদের জন্য খারাপ খবর। পেট পুড়ে গেল নবাব-কন্যার। এই মুহূর্তে পর পর দু’টি ছবি ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’ ও ‘মার্ডার মুবারক’ ছবির প্রচারের জন্য ব্যস্ত সারা। আর সেই প্রচার করতে গিয়েই মেকআপ রুমে ঘটে যায় দুর্ঘটনা। পেটের কাছে বেশ কিছুটা জায়গা পুড়ে যায় তাঁর। তবে ভাগ্য ভাল, বড় দুর্ঘটনা হয়নি তাঁর। এ দিন পাপারাৎজির মুখোমুখি হতেই সেই পোড়া দাগ দেখে রীতিমত চমকে উঠেন ছবি শিকারিরা। কী হয়েছে জিজ্ঞাসা করতেই দুর্ঘটনার আসল কারণ বলেননি তিনি। শুধু বলেন, “আমি পুড়ে গিয়েছি।”
এখানেই শেষ নয় পুড়ে যাওয়ার ভিডিয়োয় শেয়ার করতে দেখা যায় তাঁকে। তবে দুর্ঘটনা নিয়ে বাড়াবাড়ি করতে দেখা যায়নি তাঁকে একেবারেই। ভিডিয়োটিতে সারাকে বলতে শোনা যায়, “নমস্কার দর্শক। যখন আপনি দু’টি ছবির প্রমোশন করেন, তখন অদ্ভুত সব ঘটনা ঘটতে দেখা যায়। এখন কী করব, জ্বলেছে আমার পেট, হয়ে গিয়েছি আমি লেট। সবাই করতে হবে ওয়েট।” তবে চিন্তা কমেনি ভক্তদের। সারাকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা। আগামী ১৫ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘মার্ডার মুবারক’। আর ২১ মার্চ আসতে চলেছে তাঁর আরও এক ছবি ‘অ্যায় ওয়াতন…’।
শুধু সারাই নয়, ‘মার্ডার মুবারক’-এ রয়েছে একগুচ্ছ স্টারকাস্ট। শুধু সারাই নন, রয়েছেন করিশ্মা কাপুর থেকে শুরু করে বিজয় বর্মা, সঞ্জয় কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, সঞ্জয় কাপুরসহ অনেকেই। অন্যদিকে ‘অ্যায় ওয়াতন’-এর পরিচালক কন্নন আইয়ার।