আজ অমৃতা সিং–এর জন্মদিন। ৬৩টা বসন্ত পার করে ফেললেন তিনি। তবু এতটুকু টাল খায়নি অমৃতার সৌন্দর্য।
ছেলে–মেয়ে নিয়েই অমৃতার ভরপুর সংসার। তিনজন বন্ধুর মত। সারা আলি খানের ইনস্টাতে মাঝে মাঝেই মা–মেয়েকে একসঙ্গে দেখা যায়। আজ মায়ের জন্মদিন বলে কথা! মেয়ে উজাড় করে দিয়েছেন মায়ের জন্য সমস্ত ভালবাসা। মা-কে কী উপহার দিলেন সারা? নিজের সোশ্যাল মিডিয়ায় সারা মা–কে অভিনন্দন জানিয়ে চমৎকার একটা লেখা উপহার দিয়েছেন।তিনি লিখেছেন “ শুভ জন্মদিন আমার সমস্ত পৃথিবী। তুমি আমার আয়না। আমার সমস্ত শক্তি,প্রেরণার উৎস তুমি। তোমায় অসংখ্য ধন্যবাদ।” একজন মায়ের কাছে এর থেকে বড় উপহার আর কী–বা হতে পারে!
শুধু লিখেই ক্ষান্ত হননি সারা। সম্প্রতি সারা,ইব্রাহিম এবং অমৃতা মলদ্বীপে বেড়াতে গিয়েছিলেন। সেই মলদ্বীপ বেড়ানোর ছবিও পোস্ট করেছেন তিনি। দু’জনেই পরেছেন নীল রঙের পোশাক। মায়ের অবশ্য গাঢ় নীল। মা–মেয়ে দু’জনকেই অসাধারণ লাগছে।
আরও পড়ুন :‘ছড়ার নামে নাম হলে মন্দ কী’ কেন এমন বললেন টুইঙ্কল খান্না?
অমৃতাকে শেষ দেখা গিয়েছিল ২০১৯–এ ‘বদলা’ ছবিতে। ওঁর বিপরীতে ছিলেন অমিতাভ বচ্চন। আর সারা আলি খান তো এখন অন্যতম ব্যস্ত নায়িকা। সম্প্রতি বরুণ ধাওয়ানের সঙ্গে ‘কুলি নং ১’ রিলিজ করেছে। এই মুহূর্তে সারা অক্ষয় কুমারের সঙ্গে ‘অতরঙ্গি রে’–র শুটিংয়ে ব্যস্ত। শোনা যাচ্ছে ইব্রাহিমও খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করবেন।