
সদ্য চল্লিশে পা দিয়েছেন বলিউডের হ্য়ান্ডসাম হাঙ্ক রণবীর সিং। আর রবিবার জন্মদিনেই বলিপাড়ায় ঝড় তুললেন বলিউডের বাজিরাও। লম্বা চুল। পেশিবহুল শরীর। রক্তাক্ত রণবীরের ধুরন্দর এন্ট্রি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সিনেপাড়ায়। তবে শুধুই রণবীরের অ্য়াকশন অবতার নয়, গুঞ্জন উঠেছে ধুরন্দর ছবির নায়িকাকেও নিয়েও। যার বয়স একেবারেই রণবীরের হাফ। অর্থাৎ এই ছবিতে চল্লিশের রণবীর প্রেম করবেন ২০ বছরের সারা অর্জুনের সঙ্গে।
তা কে এই সারা অর্জুন?
পুরো নাম সারা অর্জুন। দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় শিশুশিল্পী। মণিরত্নমের পন্নিসিলভম ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের ছোটবেলার অভিনয় করেছিলেন সারা। তারপরই নজরে পড়েন বলিউডের। সেই সময় বয়স তাঁর ১৮, যখন রণবীরের বিপরীতে ছবি সই করেছিলেন সারা। শুটিং যখন শুরু হয়, তখন তাঁর বয়স ২০। ইতিমধ্য়েই ধুরন্দর ছবির টিজারে ঝলক দেখা গিয়েছে সারার। তবে শোনা যাচ্ছে, শুধু সারাকে নিয়েই খুব শীঘ্রই আরেকটি ঝলক প্রকাশ পাবে। এমনকী, জানা গিয়েছে রণবীরের এই ছবিতে সারার অভিনয়ও বড় চমক।