
কলকাতার একটি অনুষ্ঠানে কন্যা হিয়া চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। রেড কার্পেটে পাপারাৎজিদের ভিড় দেখে বাবা শাশ্বত চট্টোপাধ্যায় কিছুটা শঙ্কিত মেয়েকে নিয়ে। রেড কার্পেটে TV9 বাংলায় শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, “মিডিয়া মেয়েকে এত ভালবাসা দিচ্ছে ভাল, তেমনই মাথায় রাখতে হবে, এখনও ওর ছবি মুক্তি পায়নি। কেমন কাজ করেছে দেখ আগে। তবে এই ভালবাসা দিয়ে ওর মাথাটা ঘুরিয়ে দিও না।”
এই কথার উত্তরে পাশে দাঁড়িয়ে থাকা কন্যা হিয়া জানালেন, তিনি ছোট থেকেই এই ক্যামেরা ঝলকানি দেখে অভ্যস্ত, কোনভাবেই তাঁর মাথা ঘুরবেন না। বাবা মা তাঁকে এমন শিক্ষাই দিয়েছেন, যে মাথা ঠিক রেখে মন দিয়ে কাজটা করতেই তিনি আগ্রহী।
শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া চট্টোপাধ্যায় ছোট থেকেই মিডিয়ার সঙ্গে পরিচিত। তারকাদের মাঝেই বড় হয়ে উঠেছেন। স্নাতক হওয়ার পর নিজেকে অভিনয়ে ট্রেন্ড করেছেন অভিনেত্রী দামিনী বসুর কাছে। এর পরই পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের নতুন ছবির নায়িকা হিসেবে হিয়া চট্টোপাধ্যায়কে দেখা যাবে। ছবির নাম ‘মন মানে না’। ছবির শ্যুট প্রায় শেষ। তবে এর মধ্যেই হিয়া খবরের শিরোনামে। এতেই আশঙ্কিত হয়ে পড়ছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর মতে, ছবি মুক্তির আগেই তো নায়িকা হিসেবে একটু বেশি প্রচার পাচ্ছেন। এই ভালবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। তবে হিয়ার মাথা ঘুরে গেলে যে সমস্যা হতে পারে সেটাই মনে করিয়ে দিলেন শাশ্বত।
প্রথম ছবিতে নায়কার চরিত্রে দেখা গেলেও এর আগে বেশকিছু বিজ্ঞাপনের কাজ করে ফেলেছেন হিয়া চট্টোপাধ্যায়। তবে এবার বড় পর্দায় হিয়াকে দেখার অপেক্ষায় রয়েছে দর্শক।