‘দু’পেগ পেটে পড়লেই যৌনপল্লীতে…’ শতাব্দীকে কোন সতর্কবার্তা দিয়েছিলেন রবি ঘোষ?

কিংবদন্তি অভিনেতা রবি ঘোষের সঙ্গে বহু ছবিতেই অভিনয় করেছেন শতাব্দী। সেই সুবাদে রবি ঘোষকে বেশ কাছ থেকেই দেখেছেন তিনি। রবি ঘোষের মতো বিরাট মাপের অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে বার বার মুগ্ধ হয়েছেন শতাব্দী। তবে শতাব্দী জানতেন, ক্যামেরার সামনে রবি ঘোষ মজার চরিত্রে অভিনয় করলেও, বাস্তবে তিনি ছিলেন রাশভারি।

দুপেগ পেটে পড়লেই যৌনপল্লীতে... শতাব্দীকে কোন সতর্কবার্তা দিয়েছিলেন রবি ঘোষ?

|

Nov 17, 2025 | 6:19 PM

মদ্যপান করতে নাকি খুবই পছন্দ করতেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রবি ঘোষ। কিন্তু মদ্যপান করলেই হল না, সঠিক বন্ধু বা সঠিক বন্ধুদের সান্নিধ্য না পেলে, একপাত্রও তাঁকে খাওয়ানো যেত না। আর এ ব্যাপারে তিনি ছিলেন বড্ড কঠোর। এমনকী, নিজের কাছের মানুষদেরও টিপস দিতেন, কাদের সঙ্গে বসে মদ খাওয়া উচিত। হ্যাঁ, একবার অভিনেত্রী শতাব্দী রায়কেও এমন টিপস দিয়েছিলেন রবি ঘোষ।

কিংবদন্তি অভিনেতা রবি ঘোষের সঙ্গে বহু ছবিতেই অভিনয় করেছেন শতাব্দী। সেই সুবাদে রবি ঘোষকে বেশ কাছ থেকেই দেখেছেন তিনি। রবি ঘোষের মতো বিরাট মাপের অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে বার বার মুগ্ধ হয়েছেন শতাব্দী। তবে শতাব্দী জানতেন, ক্যামেরার সামনে রবি ঘোষ মজার চরিত্রে অভিনয় করলেও, বাস্তবে তিনি ছিলেন রাশভারি। তাঁর কথাতেই প্রকাশ, তাঁর জ্ঞান, তাঁর রুচি। ঠিক এমনই এক ঘটনার কথা স্মৃতি থেকে তুলে সামনে নিয়ে আসলেন শতাব্দী রায়। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিয়ো শেয়ার করে শতাব্দী বললেন, মদ্যপান নিয়ে রবি ঘোষ তাঁকে ঠিক কী টিপস দিয়েছিলেন।

শতাব্দীর কথায়, রবি ঘোষের বন্ধুত্বের বৃত্তটা ছিল খুবই মার্জিত, শিক্ষিত মানুষদের নিয়ে। সমাজের উচ্চস্তরের মানুষের সঙ্গে মেলামেশ করতেন তিনি। একদিন অভিনেত্রীকে রবি ঘোষ বলেন, যদি ড্রিঙ্ক করতে হয়, এমন সার্কেলে, এমন বন্ধুবান্ধবের সঙ্গে করতে হবে, যেখানে বন্ধুরা চারপেগ খাওয়ার পর, সাহিত্য নিয়ে আলোচনা করবে, সঙ্গীত নিয়ে আলোচনা করবে, এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করবে, যেগুলো সমৃদ্ধ করবে। জীবনে এগিয়ে নিয়ে যাবে। এমন কোনও বন্ধু বা বৃত্তের মধ্যে ড্রিঙ্ক করা উচিত না, যাঁরা দু’পেগ খাওয়ার পরেই যৌনপল্লীতে যাওয়ার কথা বলবে।

রবি ঘোষের এমন কথা থেকেই সেদিন শতাব্দী একটা জিনিস বুঝতে পারেন। জীবনে সঠিক বন্ধু থাকাটা কতটা জরুরী। তা ড্রিঙ্কের সময় হোক বা জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে।