মহানায়ককে বসন্তের দাগ নিয়েই শ্যুট করতে বাধ্য করেন সত্যজিৎ রায়, এরপর উত্তম কুমার কী করেছিলেন

'নায়ক' ছবির শ্যুটিং শুরু হবে, প্রথম দিনের প্রথম শট। বাবা (সত্যজিৎ রায়) জানিয়ে দিলেন উত্তম বাবুকে নো মেকআপ লুকে আসতে হবে, এই কথা উত্তম কুমারের কাছে পৌঁছে গিয়েছিল, উত্তম কুমার ভাবলেন তা আবার হয় , তিনি সুপারস্টার, তার নো মেকআপ লুক পর্দায় ভালো লাগবে না ।

মহানায়ককে বসন্তের দাগ নিয়েই শ্যুট করতে বাধ্য করেন সত্যজিৎ  রায়, এরপর উত্তম কুমার কী করেছিলেন

| Edited By: Bhaswati Ghosh

Apr 17, 2025 | 2:34 PM

মহানায়ক উত্তম কুমারকে নিয়ে বহু গল্প রয়েছে টলিপাড়ার আনাচে কানাচে। তবে উত্তম কুমার এর সঙ্গে সত্যজিৎ রায়ের গল্পের সংখ্যা কিছুটা হলেও কম শোনা যায়। মহানায়ক উত্তম কুমারকে নিয়ে ‘নায়ক’ করেছেন পরিচালক সত্যজিৎ রায়। সেই ছবি আজও আবার বড় পর্দায় রিলিজ হলে দর্শক হাউসফুল করে দেখেন। তবে এই ছবির শ্যুটিং নিয়ে দারুণ গল্প রয়েছে। সত্যজিৎ পুত্র সন্দীপ রায় TV9 বাংলাকে বলেছিলেন সেই গল্প। এমনিতে মহানায়কের স্টুডিও-তে মাটির কাছাকাছি থাকা পছন্দ করতেন। তাঁর স্টারডম যে উচ্চতায় ছিল চাইলেই শীততাপ নিন্ত্রিত মেকআপ রুম চাইতে পারতেন। যদিও তিনি খুব সাধারণ টিনের চালের মেকআপ রুমেই থাকতেন। আজও টলিপাড়ার স্টুডিওতে সুরক্ষিত রয়েছে। তবে নিজের মেকআপ নিয়ে খুব খুঁতখুঁতে ছিলেন।

পরিচালক সন্দীপ রায় শুনেছিলেন এমনই এক মেকআপ নিয়ে ঘটনা। তিনি TV9 বাংলাকে বলেন, “‘নায়ক’ ছবির শ্যুটিং শুরু হবে, প্রথম দিনের প্রথম শট। বাবা (সত্যজিৎ রায়) জানিয়ে দিলেন উত্তমবাবুকে নো মেকআপ লুকে আসতে হবে। এই কথা উত্তম কুমারের কাছে পৌঁছে গিয়েছিল, উত্তম কুমার ভাবলেন তা আবার হয় , তিনি সুপারস্টার, তার নো মেকআপ লুক পর্দায় ভালো লাগবে না । আসলে ‘নায়ক ‘ ছবির শ্যুটিং এর আগেই মহানায়কের বসন্ত রোগ হয়েছিল। তাই সারা মুখে বসন্তের দাগ থেকে গিয়েছিল। তাই তিনি আরও বেশি চিন্তিত হয়ে পড়েছিলেন। যদিও পরিচালক এই কথা শুনতে নারাজ । অবশেষে বাবা (সত্যজিৎ রায়) উত্তম কুমারের কাছে বার্তা পাঠালেন, মেকআপ ছাড়া একটা শট নিয়ে উত্তম বাবুকে দেখানো হবে, পছন্দ না হলে আবার মেকআপ নিয়ে শ্যুট হবে। রাজি হয়ে গেলেন উত্তম বাবু। শ্যুট হল। দেখে উত্তম কুমার আনন্দে লাফিয়ে উঠলেন। জানালেন, দারুণ দেখাচ্ছে তাঁকে নো মেকআপ লুকে, তা হলে খামোখা এত মেকআপ কেন করানো হয় তাঁকে! এর পর মেকআপ নিয়ে আর কোনওদিন সমস্যা হয়নি ‘নায়ক’ শ্যুট এর সময়। যে লুকটির শ্যুটিং দেখে উত্তম কুমার আপ্লুত হয়েছিলেন, সেটি ছিল ‘নায়ক ‘ ছবির সেই বিখ্যাত দৃশ্য, যেখানে উত্তম কুমার হাতে টেলিফোন নিয়ে কথা বলছেন।” আসলে মেকআপ ছাড়া কেবল আলো আর ক্যামেরাতেই যে পর্দায় জাদু তৈরি করা সম্ভব, সেটা ‘নায়ক ‘ দেখে মহানায়ক নিজে প্রথমে আপ্লুত হয়েছেন, পরবর্তী সময়ে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে।