কে হলেন সত্যজিৎ রায়ের নাত-বউ? TV9 বাংলাকে জানালেন মানিকবাবুর পুত্রবধূ ললিতা

Sneha Sengupta |

Mar 02, 2024 | 1:59 PM

Satyajit Ray Grandson Gets Married: ২ মার্চ অনুপম রায়ের তৃতীয় বিয়ে। ৬ মার্চ কাঞ্চন মল্লিকেরও তৃতীয় বিয়ে। এর মধ্য়েই লোকজন ডেকে ছেলের বিয়ের খাওয়াটা খাইয়ে দিল রায় পরিবার, অর্থাৎ সত্যজিৎ রায়ের পরিবার। গত বছরই বিয়ে করেছেন মানিকবাবুর একমাত্র নাতি সৌরদীপ। পাত্রী কে? কী কাজ করেন তিনি, TV9 বাংলাকে একান্তভাবে জানালেন সত্যজিৎ-পুত্র সন্দীপ রায়ের স্ত্রী ললিতা রায়।

কে হলেন সত্যজিৎ রায়ের নাত-বউ? TV9 বাংলাকে জানালেন মানিকবাবুর পুত্রবধূ ললিতা
সত্যজিৎ রায়ের নাতির বিয়ে।

Follow Us

টালিগঞ্জে বিয়ের মরশুম। বাদ গেল না সত্যজিৎ রায়ের পরিবারও। সেই পরিবারেও সানাই বাজল বিয়ের। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সত্যজিতের নাতি, অর্থাৎ সত্য়জিৎ-পুত্র সন্দীপ রায় এবং ললিতা রায়ের পুত্র সৌরদীপ রায়। পাত্রী কে? জানালেন সৌরদীপের মা, তথা সন্দীপ রায়ের স্ত্রী এবং সত্যজিৎ রায়ের পুত্র বধূ ললিতা রায়।

এক বছর আগেই আইনি বিয়েটা সেরে ফেলেছিলেন সত্যজিৎ রায়ের একমাত্র নাতি সৌরদীপ রায়। পেশায় সৌরদীপ এক আলোকচিত্রী। বাবা পরিচালক সন্দীপ রায়ের সব ছবিতেই থাকেন তিনি। সম্প্রতি সন্দীপের পরিচালনায় তৈরি ফেলুদার গল্প নির্ভর নতুন ছবি ‘নয়ন রহস্য’তেও কাজ করছেন সৌরদীপ। তিনি বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিকা শ্রীজাতাকে।

ললিতাদেবী TV9 বাংলাকে বলেছেন, “আমাদের ছেলে সৌরদীপ এক বছর আগেই বিয়েটা করেছিল শ্রীজাতাকে। কিন্তু সেটা ছিল রেজিস্ট্রি বিয়ে। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় ওদের রিসেপশন পার্টি ছিল কলকাতায়। আমাদের পুত্রবধূ শ্রীজাতা খুবই ভাল মেয়ে। ওর নাম শ্রীজাতা মজুমদার। একটি বেসরকারী কোম্পানিতে চাকরি করে।”

বিয়ের খবর নিয়ে খুব বেশি উচ্চবাচ্য হয়নি। এর কারণ, বরাবরের মতো এই ব্যক্তিগত এবং পারিবারিক খবরটিও নিজের মধ্য়েই সীমাবদ্ধ রাখতে চেয়েছিল রায় পরিবার। তাই নিকট আত্মীয়স্বজন এবং টলিপাড়ার কিছু বন্ধু ছাড়া কাউকেই ডাকেনি পরিবার। কলকাতার এক অভিজাত ক্লাবে বসে বিয়ের আসর। সস্ত্রীক আবির চট্টোপাধ্য়ায়, সপরিবারে সব্যসাচী চক্রবর্তী, অরিন্দম শীল, অনীক দত্তরা আমন্ত্রিত ছিলেন সেই অনুষ্ঠানে।

Next Article