AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনায় আক্রান্ত অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়

কয়েকদিন আগেই দেরাদুন থেকে বাড়ি ফিরেছিলেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই তাঁর মুখে কোনও স্বাদ ছিল না। গন্ধও উড়ে গিয়েছিল। তখনই উনি কোভিড টেস্ট করান। আজই রির্পোট এসেছে। তিনি কোভিড পজিটিভ। আপাতত গৃহবন্দী তিনি।

করোনায় আক্রান্ত অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়
শন বন্দ্যোপাধ্যায়
| Edited By: | Updated on: Feb 25, 2021 | 5:58 PM
Share

করোনায় আক্রান্ত হলেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। তবে করোনা খুব বেশি তাঁকে কাবু করতে পারেনি। অন্যন্য জোরালো উপসর্গ প্রায় নেই বললেই চলে। এমনকী জ্বরও নেই। শুধু স্বাদ আর গন্ধ উবে গিয়েছে। ফোনে শনের সঙ্গে যোগাযোগ করা হলে উনি বলেন “ আমি ভাল আছি। ডাক্তার দেখিয়েছি। যেহেতু আমার খুব একটা জোরালো কোনও উপসর্গ নেই, ডাক্তার বাড়িতেই আইসোলেশনে থাকতে বলেছেন। আমার বাড়ি ভর্তি লোক। ছোট ভাইজিও আছে। তাই নিজেকে একটা ঘরে একদম বন্দি করে রেখেছি। ১৪ দিন পর আবার টেস্ট করাতে বলেছে ডাক্তার। তত দিন এইভাবেই থাকব।”

sean 3

করোনায় আক্রান্ত শন

নতুন ছবির শুটিং করতে দেরাদুনে গিয়েছিলেন শন। কয়েক দিন আগেই বাড়ি ফিরেছেন। কিছুদিন ধরেই তাঁর মুখে কোনও স্বাদ ছিল না। গন্ধও উড়ে গিয়েছিল। তখনই উনি কোভিড টেস্ট করান। আজই রির্পোট এসেছে। তিনি কোভিড পজিটিভ। আপাতত গৃহবন্দী তিনি।

আরও পড়ুন :‘আমার কাছেও উঁচুমহল থেকে প্রস্তাব এসেছে’, রাজনীতিতে যোগ দিচ্ছেন সৌরভ ?

শন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় রোম্যান্টিক হিরো। অগণিত ফ্যান তাঁর। শনকে শেষ দেখা গিয়েছিল ‘এখানে আকাশ নীল’ সিরিয়ালে। সিরিয়ালটি মেগা হিট। শন এখন অবশ্য সিনেমা করছেন। পরিচালক কবীর লালের নতুন ছবি ‘অর্ন্তদৃষ্টি’তে অভিনয় করছেন তিনি। চরিত্রের মধ্যে নেগেটিভ শেডস আছে।এই ছবিতে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগে পরিচালক অরিন্দম শীলের ‘দুর্গা সহায়’ ছবিতে ছোট একটা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে নতুন মেগা সিরিয়াল আবার কবে শুরু করবেন তা এখনও জানা যায়নি।