
জনসচেতনতা বৃদ্ধিতে মুম্বই পুলিশের জুড়ি মেলা ভার। কখনও মিম, আবার কখনও সিনেমার সংলাপ ব্যবহার করে সাধারণ মানুষকে সচেতন করার যে অভিনব ধারা তারা শুরু করেছিল, তা আজ ১০ বছর পূর্ণ করল। সোশ্যাল মিডিয়ায় মুম্বই পুলিশের এই সাফল্যের মাইলফলককে কুর্নিশ জানিয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং অক্ষয় কুমারের মতো বলিউড তারকারা।
মুম্বই পুলিশের শেয়ার করা ১৯৯৩ সালের ব্লকবাস্টার ছবি ‘ডর’-এর একটি দৃশ্য পুনরায় শেয়ার করে শাহরুখ খান লিখলেন, “৭০ মিনিট নয়, এটা পুরো জীবনের প্রশ্ন! আমাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে মুম্বই পুলিশ তাদের জীবন উৎসর্গ করেছে। নিঃস্বার্থ কর্তব্যের জন্য ধন্যবাদ এবং সোশ্যাল মিডিয়ায় এই চমৎকার ১০ বছরের জন্য অভিনন্দন।”
নিজের কাল্ট ছবি ‘দিওয়ার’-এর একটি পোস্টার পোস্ট করে মুম্বই পুলিশের পোস্ট শেয়ার করে বিগ-বি তাঁর আইকনিক সংলাপে লেখেন, “আজ খুশ তো বহুত হোঙ্গে হাম! মুম্বই পুলিশ সোশ্যাল মিডিয়ায় ১০টি গৌরবময় বছর পূর্ণ করেছে। তারা অনলাইনে সবসময় মুম্বইবাসীদের আগলে রেখেছে।” এর পাশাপাশি তিনি পুলিশের মূল মন্ত্র অর্থাৎ সৎ ব্যক্তিকে রক্ষা এবং দুষ্টের দমনের কথা উল্লেখ করে তাঁদের প্রতি সম্মান জানান।
নিজের চিরচেনা মজার মেজাজে শুভেচ্ছা জানিয়েছেন খিলাড়ি অক্ষয় কুমার। তিনি লেখেন, “চিল্লাই চিল্লাই কে ইস স্কিম সে ক্যায়সে বচেঁ, ইয়ে তো বাতানা পড়েগা না? ” তিনি আরও যোগ করেন, “আমাদের নিরাপত্তার পেছনে আপনাদের বড় অবদান। সবসময় আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।” বলিউড তারকাদের এই শুভেচ্ছাবার্তাগুলোই প্রমাণ করে দেয় যে, শুধু রাস্তাঘাটে নয়, ভার্চুয়াল জগতেও মুম্বই পুলিশ সাধারণ মানুষের কতটা প্রিয় এবং নির্ভরযোগ্য।