
বড় পর্দায় ফিরছে ‘ডন’ বনাম ‘ডন’-এর লড়াই! শাহরুখ খানের পরবর্তী ছবি ‘কিং’ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে তুঙ্গে। এই ছবিতে কিং খানকে দেখা যাবে এক দুর্ধর্ষ গ্যাংস্টারের চরিত্রে, যার মুখোমুখি দাঁড়াবেন অভিষেক বচ্চন। শোনা যাচ্ছে, ছবির ক্লাইম্যাক্সে দুই তারকার মধ্যে এক রক্তক্ষয়ী লড়াইয়ের পরিকল্পনা করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। আর সবথেকে বড় চমক হলো— এই লড়াইয়ে শাহরুখ এবং অভিষেক দুজনেই ধরা দেবেন ‘শার্টলেস’ অবতারে।
সূত্রের খবর, ছবির শেষ দৃশ্যের অ্যাকশন সিকোয়েন্স নিয়ে কোনও আপস করতে রাজি নন পরিচালক। তাই তিনি দুই অভিনেতাকেই কড়া নির্দেশ দিয়েছেন নিজেদের শরীরের ওপর কাজ করার জন্য। শাহরুখ তো বটেই, অভিষেককেও এমন এক ফিজিক তৈরি করতে বলা হয়েছে যা দর্শকদের চমকে দেবে। খবর অনুযায়ী, এই অ্যাকশন দৃশ্যটিকে বলিউড ইতিহাসের অন্যতম সেরা এবং রোমহর্ষক মুহূর্ত হিসেবে গড়ে তুলতে দিনরাত এক করে জিমে পরিশ্রম করছেন দুই তারকা।
বলিউড সূত্রের খবর, সিদ্ধার্থ আনন্দ এই দৃশ্যটিকে ‘দাবাং’-এর সলমন খান ও সোনু সুদের সেই আইকনিক শার্টলেস লড়াইয়ের আদলে তৈরি করছেন। এমনকি সাম্প্রতিক হিট ছবি ‘অ্যানিমাল’-এর ক্লাইম্যাক্সে রণবীর কাপুর ও ববি দেওলের সেই বিমানবন্দর লড়াইয়ের ইমপ্যাক্টকেও ছাপিয়ে যেতে চান পরিচালক। সিদ্ধার্থের লক্ষ্য হল, ‘কিং’-এর ক্লাইম্যাক্স যেন স্রেফ মারপিট নয়, বরং এক ভিজ্যুয়াল ট্রিট হয়ে দাঁড়ায়।
প্রথমে এই খলনায়কের চরিত্রে অভিনয় করতে কিছুটা দ্বিধায় ছিলেন অভিষেক বচ্চন। কিন্তু শাহরুখ খানের অনুরোধেই তিনি এই চ্যালেঞ্জিং রোলে অভিনয় করতে রাজি হন। কেরিয়ারে খুব কম সময়েই অভিষেককে শার্টলেস দেখা গিয়েছে, তাই এটি তাঁর ভক্তদের কাছে এক বড় চমক হতে চলেছে। অন্যদিকে, শাহরুখ খানকে এই ছবিতে দেখা যাবে নতুন অবতারে, যার শরীরে থাকবে আকর্ষণীয় সব ট্যাটু।
সব মিলিয়ে, ‘কিং’-এর ক্লাইম্যাক্স এখন থেকেই আলোচনার তুঙ্গে। দুই মহাতারকার এই পেশিবহুল লড়াই প্রেক্ষাগৃহে কতটা আগুন জ্বালায়, এখন সেটাই দেখার।