‘সলমনের বাড়ির খাবার খেয়েই…’, এ কী বললেন শাহরুখ

Feb 05, 2024 | 3:02 PM

Salman-Shahrukh: কীভাবে শাহরুখ খান ও সলমন খানের বন্ধুত্ব শুরু? কেরিয়ারের শুরুতেই একসঙ্গে ছবি (করণ অর্জুন) করেছেন এই দুই খান। তারপর থেকেই বাড়ে বন্ধুত্ব। তবে শাহরুখ খান যা বললেন, তা বন্ধুত্বের থেকেও এগিয়ে। 'দশ কা দম' এক রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা করতেন সলমন খান।

1 / 8
শাহরুখ খান ও সলমন খান। বলিউডের দুই স্তম্ভ। যাঁদের নিয়ে বিভিন্ন মহলে চর্চা থাকে তুঙ্গে। একটা সময় এই দুই মেগাস্টার একে অন্যের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেও একটি নির্দিষ্ট সময়ের পর আবারও তাঁরা এক হয়েছিলেন।

শাহরুখ খান ও সলমন খান। বলিউডের দুই স্তম্ভ। যাঁদের নিয়ে বিভিন্ন মহলে চর্চা থাকে তুঙ্গে। একটা সময় এই দুই মেগাস্টার একে অন্যের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেও একটি নির্দিষ্ট সময়ের পর আবারও তাঁরা এক হয়েছিলেন।

2 / 8
কীভাবে শাহরুখ খান ও সলমন খানের বন্ধুত্ব শুরু? কেরিয়ারের শুরুতেই একসঙ্গে ছবি (করণ অর্জুন) করেছেন এই দুই খান। তারপর থেকেই বাড়ে বন্ধুত্ব। তবে শাহরুখ খান যা বললেন, তা বন্ধুত্বের থেকেও এগিয়ে।

কীভাবে শাহরুখ খান ও সলমন খানের বন্ধুত্ব শুরু? কেরিয়ারের শুরুতেই একসঙ্গে ছবি (করণ অর্জুন) করেছেন এই দুই খান। তারপর থেকেই বাড়ে বন্ধুত্ব। তবে শাহরুখ খান যা বললেন, তা বন্ধুত্বের থেকেও এগিয়ে।

3 / 8
'দশ কা দম' এক রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা করতেন সলমন খান। সেখানেই অতিথি হয়ে এসেছিলেন শাহরুখ খান। আর সলমনের সঙ্গে কথা প্রসঙ্গে বলে ওঠেন, তিনি সলমনের বাড়ি গিয়েছিলেন। তাঁর তখন কঠিন লড়াই।

'দশ কা দম' এক রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা করতেন সলমন খান। সেখানেই অতিথি হয়ে এসেছিলেন শাহরুখ খান। আর সলমনের সঙ্গে কথা প্রসঙ্গে বলে ওঠেন, তিনি সলমনের বাড়ি গিয়েছিলেন। তাঁর তখন কঠিন লড়াই।

4 / 8
শুধু যান-ই-নি, পাশাপাশি তিনি সেখানের খাবারও খেয়েছেন। শাহরুখ খান জানান, সেদিন সেলিম খান তাঁকে আশির্বাদ করেছিলেন। আর কী বললেন কিং খান?

শুধু যান-ই-নি, পাশাপাশি তিনি সেখানের খাবারও খেয়েছেন। শাহরুখ খান জানান, সেদিন সেলিম খান তাঁকে আশির্বাদ করেছিলেন। আর কী বললেন কিং খান?

5 / 8
শাহরুখের কথায়, ''সেলিম আংকেল আমায় আশির্বাদ করেন, আর আমি বলতে পারি, যেহেতু আমি সলমনের বাডডির খাবার খেয়েছি, আমি সফল হয়েছি। আমি শাহরুখ খান হতে পেড়েছি''।

শাহরুখের কথায়, ''সেলিম আংকেল আমায় আশির্বাদ করেন, আর আমি বলতে পারি, যেহেতু আমি সলমনের বাডডির খাবার খেয়েছি, আমি সফল হয়েছি। আমি শাহরুখ খান হতে পেড়েছি''।

6 / 8
দিন দিন যেন গভীর হচ্ছে শাহরুখ খান ও সলমন খানের বন্ধুত্ব। একে অন্যের ছবির পাশে দাঁড়াচ্ছেন। একে অন্যের ছবিতে কেমিও করছেন। এখানেই শেষ নয়, পাশাপাশি তাঁরা একে অন্যের ছবির প্রচারেও যুক্ত হচ্ছেন।

দিন দিন যেন গভীর হচ্ছে শাহরুখ খান ও সলমন খানের বন্ধুত্ব। একে অন্যের ছবির পাশে দাঁড়াচ্ছেন। একে অন্যের ছবিতে কেমিও করছেন। এখানেই শেষ নয়, পাশাপাশি তাঁরা একে অন্যের ছবির প্রচারেও যুক্ত হচ্ছেন।

7 / 8
ব্যক্তি সমস্যাতেও শাহরুখের বাড়ি পৌঁছিয়ে গিয়েছিলেন শাহরুখ খান। আরিয়ান খানকে নিয়ে যখন ব্যস্ত  শাহরুখ, তখনও মধ্যরাতে বন্ধুর পাশে দাঁড়াতে ছুটে গিয়েছিলেন সলমন খান।

ব্যক্তি সমস্যাতেও শাহরুখের বাড়ি পৌঁছিয়ে গিয়েছিলেন শাহরুখ খান। আরিয়ান খানকে নিয়ে যখন ব্যস্ত শাহরুখ, তখনও মধ্যরাতে বন্ধুর পাশে দাঁড়াতে ছুটে গিয়েছিলেন সলমন খান।

8 / 8
বর্তমানে এই দুই খানের বন্ধুত্বের চর্চা তুঙ্গে। বিভিন্ন অনুষ্ঠানেও তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় তাঁদের একযোগে উপস্থিতি বারবার দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

বর্তমানে এই দুই খানের বন্ধুত্বের চর্চা তুঙ্গে। বিভিন্ন অনুষ্ঠানেও তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় তাঁদের একযোগে উপস্থিতি বারবার দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।