‘বাবাকে টাকা দিতে বল’, বিয়ে বাড়িতে গিয়ে নতুন বউকে নির্দেশ শাহরুখের, তারপর

বিয়ে বাড়িতে গিয়ে নাচ-গান করে, বিনোদন জুগিয়ে পকেট গরম করেন। এ ব্য়াপারে রণবীর সিং, শাহিদ কাপুর, মাধুরী দীক্ষিত, এমনকী, সলমন-শাহরুখরাও এগিয়ে আসেন। বিয়ে বাড়িতে তাঁদের প্রতিটি কথা, প্রতিটি অ্য়াকশনের জন্যই মূল্য দিতে হয়। সেলেবদের কাছে বিয়ে বাড়িতে তাঁদের এন্ট্রি মানেই 'পয়সা ফেক, তমাশা দেখ!'।

বাবাকে টাকা দিতে বল,  বিয়ে বাড়িতে গিয়ে নতুন বউকে নির্দেশ শাহরুখের, তারপর

|

Dec 04, 2025 | 2:53 PM

বিত্তশালীদের বাড়ির বিয়েতে নেমতন্ন পেয়ে মাঝে মধ্যেই হাজির হন বিটাউনের লোকজন। অনেক সময় বিয়ের বাড়ির এই এন্ট্রির জন্য বলিউড সেলেবরা মোটা টাকা হাঁকান। বিয়ে বাড়িতে গিয়ে নাচ-গান করে, বিনোদন জুগিয়ে পকেট গরম করেন। এ ব্য়াপারে রণবীর সিং, শাহিদ কাপুর, মাধুরী দীক্ষিত, এমনকী, সলমন-শাহরুখরাও এগিয়ে আসেন। বিয়ে বাড়িতে তাঁদের প্রতিটি কথা, প্রতিটি অ্য়াকশনের জন্যই মূল্য দিতে হয়। সেলেবদের কাছে বিয়ে বাড়িতে তাঁদের এন্ট্রি মানেই ‘পয়সা ফেক, তমাশা দেখ!’।

সম্প্রতি শাহরুখও যেন এমন কাণ্ডই ঘটালেন। বিয়ে বাড়িতে পৌঁছে কনের আজব আবদারে সোজাসুজিই টাকা চেয়ে বসলেন বাদশা খান।

ব্যাপারটা কী ঘটেছে?

সম্প্রতি দিল্লির এক শিল্পপতি মেয়ের বিয়েতে হাজির হয়েছিলেন শাহরুখ খান। সেই বিয়ে বাড়ির মঞ্চে উঠতেই প্রথমে কনের সঙ্গে নাচলেন শাহরুখ। ফিল্মি কায়দায় করলেন অল্প বিস্তর প্রেমও। তবে হঠাৎই শাহরুখের কাছে এমন এক আবদার করে বসলেন কনে, যা শুনে রীতিমতো হতবাক বাদশা। কনের আবদারে শাহরুখ কিন্তু অবাক হলেও, ইতস্তত হননি। বরং মজার ছলে উত্তরও দিয়েছেন।

বোলো জুবা কেশরি! পানমশালার বিজ্ঞাপনে শাহরুখের এই সংলাপ দারুণ জনপ্রিয়। এই নিয়ে অনেক সময়ই সোশাল মিডিয়ায় নানা মিম তৈরি হয়। শাহরুখকে সামনে পেয়ে নতুন কনে, তাঁকে এই সংলাপটাই বলতে বললেন। প্রথমে শাহরুখ কনেকে মানা করলেও, পরে অবশ্য বলে ওঠেন, এটা যতবার বলেছি, ততবারই টাকা পেয়েছি। তোমার বাবা টাকা দিলে, আবার বলতে পারি! শাহরুখের এমন উত্তরে নতুন কনে হতাশ হলেও, সোশাল মিডিয়ায় শাহরুখের এমন রসিকতা বেশ ভাইরাল।