
সদ্য ষাটে পা দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। রবিবার মন্নতে নয়, বরং আলিবাগে শাহরুখের বাংলো অনুষ্ঠিত হয়েছিল শাহরুখের বার্থডে পার্টি। হাজির হয়েছিলেন বলিউডের নামজাদারা। তবে এবারের জন্মদিনে শাহরুখ তাঁর অনুরাগীদের দিলেন দারুণ এক রিটার্ন গিফট। জওয়ান, পাঠান, ডাঙ্কির পর শাহরুখের যে ছবি নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহলের পারদ চড়েছিল। সেই কিং ছবির টিজারও প্রকাশ পেল শাহরুখের জন্মদিনে। তবে এখানেই শেষ নয়। নিরাপত্তার কারণে এবারে জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করতে না পারলেও, শাহরুখ কিন্তু তাঁদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। আর সেরকমই এক প্রশ্ন-উত্তর পর্বে শাহরুখ জানালেন, আরিয়ান ও সুহানার জন্মের পর কেন তিনি একের পর এক ছবি ছাড়তে বাধ্য হয়েছিলেন।
কেরিয়ারের শুরুতে ছবির ব্যাপারে কোনও বাছবিচার ছিল না শাহরুখের। বলিউডে পায়ের নিচে জমি শক্ত করতে, হাতের সামনে যা ছবি পেয়েছেন, সেটাই করেছেন। ফলে শাহরুখের কেরিয়ারের প্রথম দিকের বহু ছবিই বক্স অফিসে ডাহা ফ্লপ এবং বলিউডের মাঝারি ছবির তালিকাতেই রয়েছে। কখনও সেই ছবিতে তুমুল অ্যাকশন, কখনও সেই ছবিতে অশ্লীল সংলাপ। শাহরুখ সেই সময় হয়ে উঠেছিলেন বলিউডের রাওডি। কিন্তু ছেলে আরিয়ান ও মেয়ে সুহানার জন্মের পর শাহরুখ যেন ছবি বাছাইয়ের ক্ষেত্রে একটু বেশি সচেতনই হয়ে উঠেছিলেন। তাই বহু ছবি তিনি অবলীলায় ছেড়ে ছিলেন।
শাহরুখ বলেন, কোনও বাজে, অশ্লীল সংলাপ বলতে চাইনি। আমি চাইনি আমার সন্তানদের উপর তা কুপ্রভাব পড়ুক। আমার মনে হয়েছিল, সিনেমায় অভিনয়ের খাতিরে অনেক কিছু করতে হয়, যা দেখলে আমার সন্তানদের মনে বাজে প্রভাব পড়তে পারে। সেই কারণেই বহু ছবি ছেড়েছি। চিত্রনাট্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আর এখনও তাই করে চলেছি।