
বলিউড মহলে ফের একবার বড়সড় ধামাকার ইঙ্গিত। জল্পনা সত্যি করে ‘ডন ৩’ থেকে রণবীর সিং বিদায় নিচ্ছেন, আর সেই জায়গায় ফিরতে পারেন খোদ আসল ‘ডন’ শাহরুখ খান। ফারহান আখতারের এই মেগা ফ্র্যাঞ্চাইজিতে কিং খানের প্রত্যাবর্তন নিয়ে যখন উত্তাল বি-টাউন, তখনই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। শোনা যাচ্ছে, ফিরতে রাজি হলেও নির্মাতাদের সামনে একটি বিশেষ শর্ত রেখেছেন বাদশাহ।
কী সেই শর্ত?
বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শাহরুখ খান পুনরায় ‘ডন’ হতে রাজি, তবে তাঁর দাবি— এই ছবির সঙ্গে যুক্ত করতে হবে ‘জওয়ান’ খ্যাত দক্ষিণী পরিচালক অ্যাটলি-কে। শাহরুখের মতে, ছবির মান এবং উত্তেজনার পারদ আরও কয়েক ধাপ বাড়িয়ে দিতে অ্যাটলির অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি। যদিও এই বিষয়ে ফারহান আখতার বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
হঠাৎ কেন এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ালেন রণবীর? ‘পিঙ্কভিলা’-র রিপোর্ট বলছে, আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবির ব্লকবাস্টার সাফল্যের পর রণবীরের বাজারদর বদলে গিয়েছে। তিনি এখন সঞ্জয় লীলা বনশালি, লোকেশ কানাগারাজ বা অ্যাটলির মতো পরিচালকদের সঙ্গে কাজ করতে বেশি আগ্রহী। পাশাপাশি, ‘ধুরন্ধর’ ছবিতে গ্যাংস্টার চরিত্রে অভিনয়ের পর পরপর দুটি একই ঘরানার ছবিতে কাজ করতে চাইছেন না তিনি।
নায়িকা ও খলনায়ক নিয়ে টানাপোড়েন ‘ডন ৩’ নিয়ে চমকের শেষ এখানেই নয়। প্রথমে কিয়ারা আদভানিকে এই ছবিতে রণবীরের বিপরীতে ভাবা হলেও, নতুন গুঞ্জন বলছে কিয়ারাও এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর জায়গায় নাম শোনা যাচ্ছে কৃতি শ্যাননের। তবে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা মেলেনি।
অন্যদিকে, খলনায়কের চরিত্রের জন্য বিক্রান্ত ম্যাসি এবং বিজয় দেবারাকোন্ডার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু চরিত্রটির গভীরতা নিয়ে সন্তুষ্ট না হওয়ায় দুই অভিনেতাই ছবিটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে খবর।
সব মিলিয়ে, শাহরুখ যদি শর্তসাপেক্ষে ফিরে আসেন, তবে ‘ডন ৩’ যে বলিউডের ইতিহাসের অন্যতম বড় কামব্যাক হতে চলেছে, তা বলাই বাহুল্য।