
২ নভেম্বর ৬০-এ পা দিতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রতিবারই তাঁর জন্মদিনের জন্য মুখিয়ে থাকেন তাঁর অনুরাগীরা। জন্মদিনে মন্নতের বারান্দায় শাহরুখ দর্শনের জন্য তো রাজপথে ভিড় জমে যায়। আশাহত করেন না শাহরুখ। আসেন, হাত নাড়ান, আর তা করেই মন জয় করেন বাদশা। তবে এবারটা কিন্তু এসব হচ্ছে না। কেননা, ষাটের জন্মদিনে ব্রাত্য শাহরুখের সাধের মন্নত! তাহলে?
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। শাহরুখের বার্থডে মানেই মন্নতে এলাহি আয়োজন। রাজপথে রাত থেকেই ভিড় শাহরুখ দর্শন। এযেন প্রতিবছরের এক উৎসব। আর এবার তো বাদশার ষাটে পা দেওয়া। সূত্রের খবর, এবার মন্নতে নয়, বরং আলিবাগের বাংলোয় এবার জন্মদিন পালন করবেন শাহরুখ। সেখানেই বার্থডে পার্টিতে আসবেন ইন্ডাস্ট্রির লোকজন। শোনা যাচ্ছে, এবারও এলাহি আয়োজনের ব্যবস্থা করছেন শাহরুখ ও রেড চিলিস টিম। তবে এই পার্টি শুধুই এসআরকের বার্থডে পার্টি নয়। বরং আরিয়ান খানের প্রথম পরিচালিত সিরিজ সুপারহিট হওয়ায় জন্মদিনের সঙ্গে সঙ্গে সেই সাকসেস পার্টিও দিচ্ছেন শাহরুখ। হ্যাঁ, বলিউড সূত্রে এমনই খবর।
তাহলে কী এবারের জন্মদিনে ফ্যানদের দর্শন দেবেন না শাহরুখ?
সূত্রের খবর, মন্নতে তিনি আসবেন, শুধুই ফ্যানদের দর্শন দেওয়ার জন্য। তারপর সোজা আলিবাগের বাংলোয় চলে যাবেন এসআরকে। আর সেখানেই রাতভর পার্টির ব্যবস্থা।
মন্নত কেন ব্রাত্য?
গত বছর থেকেই মন্নতে শুরু হয়েছে পুর্ননির্মাণের কাজ। মন্নতকে আপদমস্তক বদলে ফেলছেন শাহরুখ ও গৌরী। এখনও সেই কাজ শেষ হয়নি। সেই কারণেই ষাটের জন্মদিনে মন্নত থেকে দূরেই থাকেন শাহরুখ।