শাহরুখের বার্থডে পার্টিতে আসবেন এনরিকে ইগলেসিয়াস! বড় খবর দেবেন বাদশা?

শাহরুখের জন্মদিনের অনুষ্ঠানে হাজির থাকবেন বিশ্বখ্যাত গায়ক এনরিকে ইগলেসিয়াস! এরই মধ্য়ে নাকি এনরিকের টিমের সঙ্গে কথা হয়েছে শাহরুখের টিমের। বলিউড বাদশার ষাটের জন্মদিনকে স্পেশাল বানাতেই সেখানে হাজির থাকবেন 'বায়লামোস' খ্যাত গায়ক। তবে এখানেই চমকের শেষ নয়। বাদশার দরবার থেকে এনরিকে-কে নিয়ে বড় খবর দিতে পারেন এসআরকে টিম।

শাহরুখের বার্থডে পার্টিতে আসবেন এনরিকে ইগলেসিয়াস!  বড় খবর দেবেন বাদশা?

|

Nov 01, 2025 | 1:20 PM

শাহরুখের ষাটের বার্থডেতে যে অনুরাগীরা খুব বড় চমক পেতে চলেছেন, তাঁর ইঙ্গিত দিলেন শাহরুখের ঘনিষ্ঠমহল। হ্যাঁ, সূত্রের খবর অনুযায়ী, আলিবাগে হতে চলা শাহরুখের জন্মদিনের অনুষ্ঠানে হাজির থাকবেন বিশ্বখ্যাত গায়ক এনরিকে ইগলেসিয়াস! এরই মধ্য়ে নাকি এনরিকের টিমের সঙ্গে কথা হয়েছে শাহরুখের টিমের। বলিউড বাদশার ষাটের জন্মদিনকে স্পেশাল বানাতেই সেখানে হাজির থাকবেন ‘বায়লামোস’ খ্যাত গায়ক। তবে এখানেই চমকের শেষ নয়। বাদশার দরবার থেকে এনরিকে-কে নিয়ে বড় খবর দিতে পারেন এসআরকে টিম।

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মন্নতের সংস্করনের জন্য এবার নাকি আলিবাগেই নিজের জন্মদিন পালন করবেন শাহরুখ খান। তবে শুধুই শাহরুখের জন্মদিন নয়, শোনা গিয়েছে, এদিনই আরিয়ান খানের সিরিজ সুপারহিট হওয়ার সাফল্যের পার্টিও এরসঙ্গে আয়োজন করছেন শাহরুখ। আর এই পার্টিতে বলিউডের নামজাদাদের পাশাপাশি হাজিক হবে এনরিকে।

এমনকী, খবরে রয়েছে রেড চিলিসের সঙ্গে হাত মিলিয়ে নতুন একটা প্রোজেক্ট সই করতে চলেছেন এনরিকে। আর সেই ঘোষণাও নাকি শাহরুখ করবেন এই পার্টি থেকে। তবে এই ব্যাপারে এখনও কিছুই মন্তব্য করতে চাননি শাহরুখ ও তাঁর টিম।

তাহলে কী এবারের জন্মদিনে ফ্যানদের দর্শন দেবেন না শাহরুখ?

সূত্রের খবর, মন্নতে তিনি আসবেন, শুধুই ফ্যানদের দর্শন দেওয়ার জন্য। তারপর সোজা আলিবাগের বাংলোয় চলে যাবেন এসআরকে। আর সেখানেই রাতভর পার্টির ব্যবস্থা।

মন্নত কেন ব্রাত্য?

গত বছর থেকেই মন্নতে শুরু হয়েছে পুর্ননির্মাণের কাজ। মন্নতকে আপদমস্তক বদলে ফেলছেন শাহরুখ ও গৌরী। এখনও সেই কাজ শেষ হয়নি। সেই কারণেই ষাটের জন্মদিনে মন্নত থেকে দূরেই থাকেন শাহরুখ।