IPL-এর উদ্বোধনী মঞ্চে নজর কাড়ল শাহরুখের একটা নেকলেসই! দাম কত, কেন এই হার পরেন কিং খান?
যা কিনা সদ্য পরেছেন বলিউড বাদশা। তবে এই নেকলেস শাহরুখের গলায় এর আগে দেখা গিয়েছে আইফা পুরস্কারের মঞ্চে। তা হঠাৎ এই ডায়মন্ডে মোড়া নেকলেস কেন পরেছেন শাহরুখ? গ্রহ-নক্ষত্রকে হাতের মুঠোয় রাখতে, নাকি শুধুই ফ্যাশন?

শাহরুখকে ফ্যাশনে টেক্কা দিতে পারে, এমন নায়ক বলিউডে কমই রয়েছেন। তা অনন্ত আম্বানির বিয়ের পার্টির পান্না রঙের পাঠানি স্যুট হোক কিংবা ভেলভেট কোট। শাহরুখের লেদার জ্য়াকেট তো বলিউডের ফ্যাশন ট্রেন্ড আর এবার শাহরুখের গলার হিরের নেকলেসের দিকে নজর সবার! হ্যাঁ, শনিবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উঠতেই স্পটলাইটে ঝলমল করে উঠল শাহরুখে সেই নেকলেস। যা কিনা সদ্য পরেছেন বলিউড বাদশা। তবে এই নেকলেস শাহরুখের গলায় এর আগে দেখা গিয়েছে আইফা পুরস্কারের মঞ্চে। তা হঠাৎ এই ডায়মন্ডে মোড়া নেকলেস কেন পরেছেন শাহরুখ? গ্রহ-নক্ষত্রকে হাতের মুঠোয় রাখতে, নাকি শুধুই ফ্যাশন?
জানা গিয়েছে, শাহরুখের এই নেকলেসটি তৈরি হয়েছে ১৮ ক্যারেট প্ল্যাটিনাম দিয়ে। যার মধ্যে খোদাই করে বসানো হয়েছে একেকট হিরে। সূত্রের খবর, লিস্তা নামের এক বিদেশি কোম্পানিই তৈরি করেছে শাহরুখের এই হিরের নেকলেস। যাঁর দাম ৭৫ লাখ টাকা। আর যদি শাহরুখ নিজে এই ডিজাইন পছন্দ করে তৈরি করেন, তাহলে এর দাম বাড়বে দ্বিগুণ। খবর অনুযায়ী, শাহরুখের এই নেকলেস একেবারেই তাঁর নিজের পছন্দ করা ডিজাইনের।
কত কয়েক বছরে শাহরুখের ঝুলিতে একের পর এক হিট। পাঠান, জওয়ান তো ব্লকবাস্টার। সিনেমার দিক থেকে শাহরুখের সময় ভালোই। আইপিএলে গতবারের মতো কেকেআরকে চ্যাম্পিয়ন বানাতেই কী এই নতুন নেকলেস পরে তুক করছেন শাহরুখ?
জ্যোতিষ মতে, শাহরুখের বার্থনাম্বার হল ২ । অর্থাৎ তাঁর জন্ম তারিখ দুই। যাঁদের দুই জন্মতারিখ দুই বা যোগফল ২ হয়, তাঁরা হন চন্দ্রজাত। জ্যোতিষশাস্ত্র মতে, এই ধরনের মানুষ খুবই ক্রিয়েটিভ হন। লিডার হওয়ার সমস্ত গুণাগুণ থাকে তাঁদের মধ্যে। জনপ্রিয় হন তাঁরা। তবে এদের জীবনে লড়াইটা একটু বেশি থাকে। সহজে তাঁদের হাতের মুঠোয় সুখ আসে না। কেরিয়ারে ওঠা-পড়া লেগেই থাকে। এই ধরনের মানুষদের সাদা রং লাকি। অর্থাৎ চাঁদের সব রংই এই ধরনের মানুষদের ভাগ্যেকে সুপথে নিয়ে যায়। তাই হিরে হল এই ধরনের মানুষদের জন্য লাকি স্টোন। জ্যোতিষশাস্ত্র মতে, হিরে শুক্রকে শক্তিশালী করে। শুক্র শক্তিশালী হলে জীবনে উন্নতি আসে এবং বিলাসিতায় ভরে যায়। তবে শাহরুখ ভাগ্যকে নিজের হাতের মুঠোয় আনতে এটা পরেছেন নাকি শুধুই ফ্যাশন, তা অবশ্য স্পষ্ট নয়।





