বলিউডে আবার বিয়ে, ডিসেম্বরেই পিঁড়িতে টেলিভিশনের ‘অর্জুন’?

Nov 06, 2020 | 6:30 AM

ন্ডাস্ট্রি সূত্রে খবর, ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিপাড়ার আর এক সেলেব জুটি শাহির শেখ (Shaheer Sheikh) এবং রুচিকা কপূর। ( Ruchikaa Kapoor)

বলিউডে আবার বিয়ে, ডিসেম্বরেই পিঁড়িতে টেলিভিশনের অর্জুন?
শাহির শেখ।

Follow Us

Tv9বাংলা ডিজিটাল: বিয়ের বাদ্যি আবারও বাজতে চলেছে বলিউডে! সাম্প্রতিক গুঞ্জন বলছে তাই-ই। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিপাড়ার আর এক সেলেব জুটি শাহির শেখ (Shaheer Sheikh) এবং রুচিকা কপূর। ( Ruchikaa Kapoor)

দিন কয়েক আগেই ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে রুচিকার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নেন বলিউডের ‘অর্জুন’ শাহির। বুধবার রুচিকার সঙ্গে আরও একটি ছবি পোস্ট করেন শাহির। ছবিটি মজাদার। ‘ফানি ফেস’-এ দু’জনেই বুঝিয়ে দিচ্ছেন সম্পর্কের জোরদার কেমিস্ট্রি। বলিউডের এই নতুন জুটির প্রেমের পোস্টে কমেন্ট করেছেন একতা কপূর থেকে শুরু করে তুষার কপূর, ক্রিস্টাল ডি’সুজা সহ অন্যান্য স্টারেরাও। শুভেচ্ছা বার্তায় টাইমলাইন ভরিয়ে দিয়েছেন ওই নয়া জুটির।

রুচিকা এবং শাহিরের প্রেমের গুঞ্জনের সূত্রপাত কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’-র শুটের সময় থেকেই। ছবির শুটিংয়ের জন্য লন্ডন গিয়েছিলেন শাহির। সঙ্গে দেখা গিয়েছিল রুচিকাকেও। ইন্ডাস্ট্রির ফিসফাস, প্রেম জমে ক্ষীর তখন থেকেই। বাকি ছিল অফিসিয়াল ঘোষণার। সেটা হয়ে যেতেই বলিউডের অন্দরে শোনা যাচ্ছে সানাইয়ের সুর। মাস খানের আগে এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে শাহির খানিক এড়িয়েই গিয়েছিলেন। মজা করে বলেছিলেন, “লকডাউনে বুঝতে পেরেছি বিয়ে ব্যাপারটা দু’বছর করে পিছিয়ে দেওয়া উচিত। কী জানি, সেই দু’বছরের পরের বছরটা আর আসবে কিনা। এই মুহূর্তে বিয়ে করার জন্য আমার একটা বড় ফ্ল্যাট চাই, তারই খোঁজে আপাতত।”

 

কিন্তু কে এই রুচিকা? একতা কপূরের বালাজি মোশন পিকচারসের ক্রিয়েটিভ ডিরেক্টর তিনি। অভিনয়ও করেছেন বেশ কিছু ছবিতে। এর মধ্যে রয়েছে, ‘জাবাড়িয়া জোরি’, ‘ড্রিম গার্ল’ , ‘বীরা দি ওয়েডিং’ সহ বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমা। অন্য দিকে শাহির পরিচিত ‘মহাভারত’ ধারাবাহিকের অর্জুন হিসেবে। এ ছাড়াও ‘কুছ রঙ প্যায়ার কে অ্যায়সে ভি’ ধারাবাহিকে দেবরথ দিক্ষিত এবং ‘ইয়ে রিস্তা হ্যায় প্যায়ার কা’ ধারাবাহিকে আবির রাজবংশের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।

Next Article