শাহিদের ‘কবির’ কোস্টার হলেন ন্যুড ফোটোশুট, দেখালেন বডি পজিটিভিটি
এক ক্যালেন্ডার শুট করলেন তিনি। কিন্তু কোনওরকম বস্ত্র পরেননি অভিনেত্রী।
ভানিতা খারাটকে মনে আছে? ‘কবির সিং’-এর বাড়ির পরিচারিকা। যিনি কাঁচের জিনিসপত্র ভেঙে পিটুনির ভয়ে জুতো হাতে প্রাণপণে ছুটেছিলেন। সেই ভানিতা আর ‘ভয়’ পান না। ভীষণ সাহসী হয়ে উঠেছেন। সম্প্রতি এক ফোটোশুট করে সাহসিকতার প্রমাণ দিলেন ভানিতা।
আরও পড়ুন প্রেগন্যান্সির শেষ পর্যায় চলছে, ট্রেডমিলে সময় দিলেন অনুষ্কা
কী করলেন তিনি?
এক ক্যালেন্ডার শুট করলেন তিনি। কিন্তু কোনওরকম বস্ত্র পরেননি অভিনেত্রী। তবে সম্পূর্ণভাবে নগ্ন তিনি হননি। শরীরে ‘বিশেষ’ স্থানগুলোয় তিনি ঘুড়ি দিয়ে ঢেকে রেখেছেন।
“আমি গর্বিত আমার প্রতিভা, প্যাশন, আত্মবিশ্বাসের জন্য। আমি আমার শরীরের জন্য ভীষণ গর্বিত…কারণ আমি আমি!!!” ছবি সৌজন্যে ভানিতা নাম দিয়েছেন, ফোটোগ্রাফার তেজাস নেরুকার। তিনি আরও লেখেন, “আসুন, একসঙ্গে ‘বডি পজিটিভিটি মুভমেন্ট’-এ যোগ দিন।”
View this post on Instagram
হুহু করে বাড়ছে লাইকসের সংখ্যা। আর একের পর এক ইতিবাচক কমেন্ট পড়ছে পোস্টে। ‘কবির সিং’ ছবি ছাড়াও শাহিদ এবং ভানিতাকে একসঙ্গে দেখা গিয়েছিল এক অ্যাওয়ার্ড শো-তে। ভানিতা বেশ কিছু মারাঠি ছবিতেও অভিনয় করছেন।
View this post on Instagram
তেলগু ছবি ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক ‘কবির সিং’। বক্সঅফিসে প্রায় ৩৭০ কোটি টাকা লাভ করে ‘কবির সিং’। মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পায় ছবিটি। ছবিতে মিসোজিনিকে এবং পুরুষতন্ত্রকে বড় আকারে ফুটিয়ে তোলা হয়েছিল।