আমি ‘সমকামী’! শাহরুখ নিজেই কেন এমন বলেছেন?

আকাশ মিশ্র |

Jan 20, 2025 | 3:19 PM

বহু বছর আগে এক সাক্ষাৎকারে এমনটাই ফস করে বলে ফেলেছিলেন এসআরকে। যা শুনে সাংবাদিকের চক্ষু চড়কগাছ। আর সেই সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হওয়ার পর তো অনুরাগীরা রীতিমতো হইচই শুরু করে দিয়েছিল।

আমি সমকামী! শাহরুখ নিজেই কেন এমন বলেছেন?

Follow Us

তিনি বলিউড বাদশা। ৫৯ বছর বয়সেও তিনি সুপারহিট ‘পাঠান’, ‘জওয়ান’। যাঁর গালে টোল পরা হাসিতে এখনও কাবু আট থেকে আশির মহিলারা। কিন্তু সেই শাহরুখই যদি হঠাৎ করে বলে বসেন, তিনি সমকামি! হ্যাঁ, বহু বছর আগে এক সাক্ষাৎকারে এমনটাই ফস করে বলে ফেলেছিলেন এসআরকে। যা শুনে সাংবাদিকের চক্ষু চড়কগাছ। আর সেই সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হওয়ার পর তো অনুরাগীরা রীতিমতো হইচই শুরু করে দিয়েছিল। সম্প্রতি সোশাল মিডিয়ায় শাহরুখের সেই পুরনো সাক্ষাৎকার ফের ভাইরাল হয়েছে।

হঠাৎ এমন কেন বলেছিলেন শাহরুখ? সত্যিই কি তিনি সমকামী?

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। বলিউডে শাহরুখই এমন এক নায়ক, যার সঙ্গে নায়িকাদের নাম জড়িয়ে কোনও গুঞ্জন শোনা যায় না। একসময় অবশ্য প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নাম জড়িয়ে বলিউড গুঞ্জনে শোরগোল ফেলে দিয়েছিলেন শাহরুখ। তবে তা মিটেছে চুপচাপ। শাহরুখ তাঁর কেরিয়ারের শুরু থেকেই কখনও জুহি চাওলা, কখনও দিব্যা ভারতী, কখনও রবিনার সঙ্গে জুটি বেঁধেছেন। তবে কাজলের সঙ্গে ছবি করার পর থেকে শাহরুখ-কাজল জুটি যেন প্রেমের মূর্তি। অনেকে তো ভেবেইছিলেন স্ত্রী গৌরীকে ভুলে নাকি কাজলকেই ফের বিয়ে করবেন তিনি! কিন্তু শাহরুখ-কাজলের পর্দার জমজমাট প্রেম যে, শুধুই পর্দার ম্যাজিক তা বোঝা গেল, সময় এগোতেই।

এই খবরটিও পড়ুন

ভাইরাল হওয়া ভিডিওতে সাংবাদিক শাহরুখকে প্রশ্ন করেন, কেন আপনার নাম বলিউডের প্রেমগুঞ্জন থেকে গায়েব?

এই প্রশ্নে শাহরুখের স্পষ্ট উত্তর, আমি আসলে সমকামী! তারপর কিছুটা চুপ থেকেই হেসে ফেলেন শাহরুখ। এসআরকে জানান, আমি আসলে কাজ প্রিয় মানুষ। যখন নায়িকাদের সঙ্গে কাজ করি, তখন কাজটাই করি। তাঁদের সঙ্গে অবশ্যই বন্ধুত্ব হয়, তার থেকে বেশি কিছু নয়। আসলে, নায়িকারা আমার কাছে শুধুমাত্রই সহকর্মী। আর আমি, আমার স্ত্রী গৌরীর সঙ্গে বেশ সুখে রয়েছি। তাই আমার জীবনে অন্য কোনও মহিলার প্রয়োজন নেই। একথা শেষ করেই ফের হেসে ফেলেন বলিউড বাদশা। শাহরুখ যে প্রথম থেকেই তাঁর লক্ষ্যে স্থির, তা বোঝা যায় শাহরুখের এমন উত্তরে।

Next Article