শাহরুখেরও নেই রেহাই, জানেন ছুটির দিনে বাড়ির কোন কাজগুলো সামলান কিং খান?

এমন সাকসেসফুল মানুষ কি আর বাড়ির নিত্যদিনের কাজ সামলান? হ্যাঁ, একডজন পরিচারক-পরিচারিকা থাকলেও,শাহরুখকে নাকি ছুটির দিন করতে ঘরের কাজ! নাহ, কোনও গুঞ্জন নয়। বরং নিজের মুখেই এই গোপন তথ্য ফাঁস করলেন শাহরুখ।

শাহরুখেরও নেই রেহাই, জানেন ছুটির দিনে বাড়ির কোন কাজগুলো সামলান কিং খান?

|

May 03, 2025 | 2:23 PM

তিনি বলিউডের বাদশা। কিং খান। মুম্বইয়ের মন্নত রাজপ্রাসাদের তাঁর শাসন চলে। উনোষাট বছর বয়সেও বলিউডের বক্স অফিস তাঁর হাতের মুঠোয়। তা এমন সাকসেসফুল মানুষ কি আর বাড়ির নিত্যদিনের কাজ সামলান? হ্যাঁ, একডজন পরিচারক-পরিচারিকা থাকলেও,শাহরুখকে নাকি ছুটির দিন করতে ঘরের কাজ! নাহ, কোনও গুঞ্জন নয়। বরং নিজের মুখেই এই গোপন তথ্য ফাঁস করলেন শাহরুখ।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি Waves summit 2025- এর মঞ্চে পরিচালক ও প্রযোজক করণ জোহরের প্রশ্নে শাহরুখ জানালেন, ছুটির দিনে বাড়িতে থাকলে তাঁকে কী কী করতে হয়।

শাহরুখের কথায়, সিনেমার শুটিং না থাকলে কিংবা ছুটির দিন অন্য কোনও কাজ না থাকলে, আমি সাধারণত বাড়িতেই থাকি। তবে বাড়িত থাকলে কোনও কাজই করি না। আসলে, সব সময় কাজের চাপে থাকতে ভাল লাগে না। মনে হয় রিল্যাক্স করি। কিন্তু সব সময় তা সম্ভব নয়। তাই খুব হালকা কাজ করি। বইয়ের জায়গাটা গুছিয়ে ফেলি। কিংবা বাড়ির ইলেকট্রনিক্স গুলোকে আপডেট করি। কিংবা আব্রামের স্কুলের বইগুলো একটু নাড়াচড়া করে দেখলাম। এর থেকে বেশি বাড়ির কাজ আমার দ্বারা হয় না। আমি জাস্ট রিল্যাক্সে বিশ্বাসী।