AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১২ ক্লাসে কত পেয়েছিলেন শাহরুখ? ভাইরাল কিং খানের মার্কশিট

ছোটবেলা থেকেই পড়াশুনোয় ভাল ছিলেন শাহরুখ খান। সায়েন্সের তুলনায়, তাঁর আগ্রহ ছিল ইংরেজি সাহিত্য, ইতিহাসে। ১২ ক্লাসের পর স্নাতক পড়তে গিয়ে অর্থনীতি নিয়ে অনার্স পড়েছিলেন শাহরুখ। মুম্বইয়ের নামকরা হংসরাজ কলেজ থেকে স্নাতক পাস করেছিলেন।

১২ ক্লাসে কত পেয়েছিলেন শাহরুখ? ভাইরাল কিং খানের মার্কশিট
| Updated on: Dec 03, 2025 | 1:20 PM
Share

অভিনয় করার ইচ্ছে শাহরুখের মনে মনে থাকলেও, অভিনেতা হওয়া ছাড়া তাঁর আরেকটি স্বপ্ন ছিল। এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, যদি সিনেমায় না আসতেন, তাহলে বিজ্ঞারন জগতে চাকরি করতেন, কিংবা হতেন লেখক। এর সঙ্গে শাহরুখ স্পষ্ট জানিয়ে ছিলেন, তিনি পেশায় যাই হতেন না কেন, এক নম্বরই থাকতেন। কারণ আই অ্যাম দ্য বেস্ট হওয়াটা তাঁর জীবনের মূল মন্ত্র। ছোটবেলা থেকেই পড়াশুনোয় ভাল ছিলেন শাহরুখ খান। সায়েন্সের তুলনায়, তাঁর আগ্রহ ছিল ইংরেজি সাহিত্য, ইতিহাসে। ১২ ক্লাসের পর স্নাতক পড়তে গিয়ে অর্থনীতি নিয়ে অনার্স পড়েছিলেন শাহরুখ। মুম্বইয়ের নামকরা হংসরাজ কলেজ থেকে স্নাতক পাস করেছিলেন।

ছাত্র হিসেবে কতটা ভাল ছিলেন বাদশা খান?

শাহরুখ বলিউডের বাদশা খান। তাঁর ইশারায় ওঠানামা করে বক্স অফিসের নম্বর। শাহরুখ যে পড়ুয়া হিসেবেও দ্য বেস্ট ছিলেন, তাঁর প্রমাণ রয়েছে মার্কশিটে। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হল শাহরুখের ১২ ক্লাসের নম্বর। যা কিনা তিনি জমা দিয়েছিলেন কলেজে ভর্তি হওয়ার ফর্মে। সেই ফর্মেই দেখা গেল, অভিনেতা হিসেবে শুধুই নয়, ছাত্র হিসেবেও শাহরুখ বাজিমাত করেছিলেন।

Shahrukh Khan (1)

ভাইরাল হওয়া ছবি অনুযায়ী, শাহরুখ ইলেকটিভ ইংরেজিতে পেয়েছিলেন ১০০ তে ৯২, অঙ্ক এবং পদার্থবিদ্যায় পেয়েছিলেন ৭৮। এবং ইংরেজিতে পেয়েছিলেন ৫১।

নয়ের দশকে অভিনয় জীবন শুরু করেন শাহরুখ। প্রথমে টিভি ধারাবাহিক, তারপর ৯২ সালে বড় ব্রেক দিওয়ানা ছবি। প্রথম ছবি থেকেই শাহরুখ বুঝিয়ে দিয়েছিলেন, তিনি লম্বা রেসের ঘোড়া। আর তা প্রমাণও করলেন পরে। একের পর এক সুপারহিট ছবি দিয়ে, বলিউডে শাহরুখ নিয়ে আসলেন কিং যুগ। হয়ে উঠলেন আপামর ভারতীয়দের কাছে বলিউড বাদশা।