এতদিন ভিন রাজ্যে কাটিয়েও ঝরঝরে বাংলা বলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ‘বাংলাটা ঠিক আসে না’– এ কথা শর্মিলার চরম শত্রুও বলবেন না। অথচ যে দেশের সবটাই ‘বাংলা’, নামটাই বাংলাদেশ, সেই দেশে গিয়ে কেন বাংলা বলতে চাইলেন না শর্মিলা? কী যুক্তি দিলেন স্বপক্ষে? বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যালে যোগদান দিতে দু’দিনের ঢাকা সফরে হাজির হয়েছিলেন শর্মিলা ঠাকুর। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশে এসে ভাললাগার কথা শেয়ার করছিলেন তিনি। তবে তাঁর বক্তব্যের পুরোটাই ছিল ইংরেজিতে। শর্মিলাকে ইংরেজিতে কথা বলতে দেখে উপস্থিত একজন তাঁকে অনুরোধ করেন বাংলায় কথা বলার জন্য। আর এতেই আপত্তি জানান অভিনেত্রী। শুধু আপত্তি নয়, কেন তিনি বাংলায় কথা বলবেন না, তা নিয়ে দেন নিজস্ব যুক্তিও।
তিনি বলেন, “এখানে বাংলা কেন বলতে যাব! সবাই তো জানে যে আমি বাংলা বলতে পারি। কী? আপনারা জানেন না? আমি তো বাংলা বলি সবসময়। কিন্তু, এটা তো একটা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। অনেক বিদেশের মানুষরা আছেন। সুতরাং, আমার মনে হয় ইংরেজিটা একদম ঠিক হবে।” শর্মিলার ওই বক্তব্যের পর অনেকেই পাশে দাঁড়িয়েছেন তাঁর। তাঁদের মতে তিনি যা বলেছেন, তা একেবারে সঠিক।
সম্প্রতি কলকাতায় এসেছিলেন কিংবদন্তী। পরিচালক সুমন ঘোষের আগামী ছবি ‘পুরাতন’-এ দেখা যাবে তাঁকে। তাঁর শুট করতেই কলকাতায় আগমন। ছবিতে তিনি ছাড়াও রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।