আর দু’দিন পরেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। তাই কথা ছিল ১৯ জানুয়ারি কলকাতায় আসবেন শর্মিলা ঠাকুর। বাবার জন্মদিনে স্মারক বক্তৃতার আয়োজন করেছেন সৌমিত্র কন্যা পৌলমী বসু। কিন্তু বুধবার মধ্য রাতের ঘটনায় সব পরিকল্পনা এ দিক ওদিক হয়ে গিয়েছে। বাড়িতেই সইফ আলি খানের উপর হামলা করেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তড়িঘড়ি তাঁকে ভার্তি করানো হয় হাসপাতালে। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন নায়ক। ছেলের এমন বিপদে মা কী করে ছেড়ে আসতে পারেন। তাই শহর ছাড়ার তো প্রশ্নই ওঠে না। আর পরিবারের একটা নিরাপত্তার বিষয়ও রয়েছে। তাই কলকাতা না আসার সিদ্ধান্ত নিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। সে কথাই নিজের ফেসবুকে জানালেন পৌলমী।
তিনি লেখেন, “ভয়ংকর দুর্ঘটনার কারণে ১৯ তারিখ শার্মিলা ঠাকুর স্মারক বক্তৃতা দিতে আসতে পারছেন না। উনি মানসিক ভাবে বিপর্যস্ত। তারই মধ্যে উনি জানিয়েছেন সমস্ত ঘটনাটা স্বাভাবিক হলে উনি খুব শীঘ্রই আসবেন। আমরা সেই দিনটা আপনাদের জানাবো। আপনারা দয়া করে প্রবেশপত্র টা সযত্নে রাখবেন ওই প্রবেশপত্র দিয়ে পরবর্তী অনুষ্ঠানটি দেখতে পাবেন যেদিন উনি আসবেন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আর ১৯ তারিখ যে অনুষ্ঠানটি ছিলো রূপম ইসলাম আবীর চ্যাটার্জি, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, পৌলমী চ্যাটার্জি, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়কে নিয়ে সেটি অপরিবর্তিত থাকছে।” উল্লেখ্য, বৃহস্পতিবারই অস্ত্রোপচার হয়েছে সইফের। বিপদ অনেকটাই কেটেছে। অস্ত্রোপচারের পর ছেলেকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন শর্মিলা। শুক্রবারও সইফকে দেখতে হাসপাতালে গিয়েছেন শর্মিলা বলিসূত্রে খবর এমনটাই।