অজান্তেই নগ্ন দৃশ্য শুটের অভিযোগ, পরিচালককে সপাটে চড় মারেন অভিনেত্রী

Mar 22, 2021 | 3:11 PM

আত্মজীবনী 'দ্য বিউটি অব লিভিং টোইয়াইস'-এ শ্যারন লেখেন, ছবির একটি দৃশ্যের স্বার্থে পরিচালক তাঁকে অন্তর্বাস খুলতে বলেন। শ্যারনের কথায়, পরিচালক আশ্বস্ত করেন শ্যারনের অসম্মান হয় এমন কোনও দৃশ্য রাখা হচ্ছে না। কিন্তু বাস্তবে হয় উল্টো।

অজান্তেই নগ্ন দৃশ্য শুটের অভিযোগ, পরিচালককে সপাটে চড় মারেন অভিনেত্রী
শ্যারন স্টোন।

Follow Us

১৯৯২ সালে মুক্তি পেয়েছিল হলিউডি থ্রিলার ছবি ‘বেসিক ইনস্টিঙ্কট’। ওই ছবিতেই অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্যারন স্টোন। প্রায় ৩০ বছর পর আত্মজীবনীতে ছবিটির পরিচালক পল ভারহোভেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী। না জানিয়েই ‘প্রাইভেট পার্টস’ দৃশ্যমান এমন সিন শুট করেছিলেন পরিচালক, অভিযোগ শ্যারনের।

আত্মজীবনী ‘দ্য বিউটি অব লিভিং টোইয়াইস’-এ শ্যারন লেখেন, ছবির একটি দৃশ্যের স্বার্থে পরিচালক তাঁকে অন্তর্বাস খুলতে বলেন। শ্যারনের কথায়, পরিচালক আশ্বস্ত করেন শ্যারনের অসম্মান হয় এমন কোনও দৃশ্য রাখা হচ্ছে না। কিন্তু বাস্তবে হয় উল্টো। শ্যারনের অভিযোগ, ছবিটি চলার পর তিনি দেখেন, তাঁর ‘প্রাইভেট পার্টস’ সেই সিনে বেশ ভালভাবেই দৃশ্যমান। তাঁর নগ্নতাও সুস্পষ্ট সিন জুড়ে। এর পরেই প্রোজেকশন রুমে গিয়ে পরিচালককে চড় কষিয়ে দেন অভিনেত্রী। যোগাযোগ করেন আইনজীবীর সঙ্গেও। আইনজীবী জানান, তাঁর অমতে এই দৃশ্যকে যোগ করে কোনওভাবেই ছবিটি মুক্তি পেতে পারবে না।


পাল্টা যুক্তি দেন পরিচালকও। পল জানান, অকারণে নয়, সিনেমার প্রয়োজনে চরিত্রের দাবি মেনেই ওই দৃশ্য রাখতে বাধ্য হয়েছেন তিনি। যদিও পরবর্তীতে গোটা ছবিটি দেখে ওই দৃশ্য বাদ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন শ্যারন। তিনি আত্মজীবনীতে লেখেন, “আমার কাছে চয়েজ ছিল। আর আমি দৃশ্যটিকে সেই চয়েজের ভিত্তিতেই পরে অনুমোদন দিই।”

আগামী ৩০ মার্চ মুক্তি পাবে শ্যারনের আত্মজীবনী। সমালোচকদের মতে হলিউডের চোখ ধাঁধান গ্লুয়ামারের নিচে চাপা পড়া জমাট অন্ধকারেও এ বার আলোকপাত করতে চলেছেন শ্যারন। সামনে আসতে চলেছে এজাবৎ লুকিয়ে থাকা কিছু অপ্রিয় সত্যি।

Next Article