
বাংলা সিনেপাড়ায় জটিল পরিস্থিতি। ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের তরজায় বিপাকে শুটিং। গত সোমবার থেকে আবারও শুটিং ফ্লোরে অচলাবস্থা। পরিচালক শ্রীজিৎ রায়ের কাজ বন্ধ। আর তার পাশে দাঁড়াতেই এগিয়ে এসেছে পরিচালক গিল্ড। বুধবারের বৈঠকের পর পরিচালকেরা ফেডারেশনকে সমাধান সূত্র খোঁজার জন্যে মেয়াদ দিয়েছিল বৃহস্পতিবার সন্ধে সাতটা পর্যন্ত। নয়তো শুটিং বন্ধ রাখার কথাও বলা হয়। যদিও এই বিষয় জটিলতা যতবারই মাথাচারা দিয়ে উঠেছে, ততবারই নির্দিষ্ট কোনও সমাধানসূত্রে পৌঁছানো যায়নি বলেই দাবি করেন পরিচালকেরা। সমস্যা কি একটা? কীভাবে তিলে তিলে বাংলা ইন্ডাস্ট্রি নিজের পায়ের তলার জমি হারাচ্ছে, রাজনৈতিক আঙিনায় দাঁড়িয়ে সেই আয়না দেখালেন শতরূপ ঘোষ।
এবার TV9 বাংলার ফ্লোরে এসে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। অভিযোগের আঙুল তোলেন সরাসরি স্বরূপ বিশ্বাসের দিকে। বললেন, “আগে বাংলায় আমরা ডাকতাম, অন্য ইন্ডাস্ট্রি এসে এখানে শুট করে যাক। আমাদের এখানে কাজ হবে, এখানে টেকনিশিয়ানরা কাজ পাবে। রণবীর কাপুরের একটা বিখ্যাত ছবি আমি নাম বলছি না, দার্জিলিং-এর ওপর নির্ভর করে লেখা চিত্রনাট্য, দার্জিলিং-এর দৃশ্যগুলো শুট করতে হয়েছিল মুসৌরিতে গিয়ে। এখানে এদের অত্যাচারে। একটা ছবি দার্জিলিং-এ শুট করলে সেখানে শুধু ইউনিট নয়, গাড়ি, হোটেল থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই উপকার হতো। কত ব্যবসা বাংলায় হতো। আজ একের পর এক ছবি ঝাড়খন্ডে চলে যাচ্ছে, ত্রিপুরায় শুট হচ্ছে এখন বাংলা ছবির, বাংলায় শুট করা যাচ্ছে শুধু মাত্র একটা মানুষের ইগোর জন্য।”
‘বরফি’ ছবির প্রসঙ্গ টেনে বাংলা ইন্ডাস্ট্রিতে ব্যবসার দিক থেকে যে ক্ষতির উল্লেখ করেন শতরূপ, তা অতীতেও অনেকে জানিয়েছিলেন। এখন দেখার, এই পরিস্থিতির হাত ধরে কোনও সমাধান সূত্রে পৌঁছানো যায় কি না!