সলমনের ফার্ম হাউজে ৩ রাত কাটাতে হয় শেহনাজকে! কী কী করেছিলেন সলমন?

কয়েকমাস আগেই ভাইজানের ফার্ম হাউজের অন্দরমহলের খবর ফাঁস করেছিলেন অভিনেতা রাঘব জুয়াল। স্পষ্ট জানিয়ে ছিলেন, সলমনের খামারবাড়িতে ঘোড়ার সঙ্গম দেখেছিলেন তিনি। আর এবার অভিনেত্রী শেহনাজ গিল সামনে আনলেন ফার্ম হাউজের অন্দরমহলের কিসসা।

সলমনের ফার্ম হাউজে ৩ রাত কাটাতে হয় শেহনাজকে! কী কী করেছিলেন সলমন?

|

Nov 11, 2025 | 7:42 PM

সলমনের পানভেলের ফার্ম হাউজ নিয়ে অনুরাগীদের কৌতুহলের শেষ নেই। বিশালমাপের এই ফার্ম হাউজের ভিতর কী কী রয়েছে, কী কী ঘটে, তা নিয়েও নানা গুঞ্জন রয়েছে। কয়েকমাস আগেই ভাইজানের ফার্ম হাউজের অন্দরমহলের খবর ফাঁস করেছিলেন অভিনেতা রাঘব জুয়াল। স্পষ্ট জানিয়ে ছিলেন, সলমনের খামারবাড়িতে ঘোড়ার সঙ্গম দেখেছিলেন তিনি। আর এবার অভিনেত্রী শেহনাজ গিল সামনে আনলেন ফার্ম হাউজের অন্দরমহলের কিসসা।

কী ঘটেছিল শেহনাজের সঙ্গে?

বিগ বসের পাশাপাশি সলমনের সঙ্গে ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবিতে অভিনয় করেছিলেন শেহনাজ। সেই সুবাদেই নিমন্ত্রণ পেয়েছিলেন সলমনের ফার্ম হাউজে যাওয়ার। তিন রাত কাটিয়ে ছিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তিন রাতের অভিজ্ঞতাই শেয়ার করলেন অভিনেত্রী।

শেহনাজ বলেন, ”আমরা ছবির পুরো টিম গিয়েছিলাম, সলমনের ফার্ম হাউজে। দারুণ অভিজ্ঞতা। খুব মজা করেছিলাম। খুব বড় জায়গা জুড়ে বানানো এই খামারবাড়ি। পুরোটা একদিনে দেখে শেষ করা যায় না। এটিএস স্কুটারে চড়ে আমরা ঘুরেছিলাম। জঙ্গল, ঝরনা, লেক সবই আছে ওখানে। যেন আস্ত একটা গ্রাম। ”

শেহনাজ আরও বলেন, ”আমাদের খুবই আপ্যায়ণ করেছিলেন সলমন। দারুণ হোস্ট উনি। বাগান থেকে নিজে কুমড়ো এনে,আমাদের রান্না করে খাইয়ে ছিলেন। এলাহি লাঞ্চ, এলাহি ডিনার। সিনেমা নিয়ে প্রচুর আড্ডা দিতাম আমরা। ভাইজান যে কতটা ভাল মনে মানুষ, তা ওখানে না গেলে টের পেতাম না।”