রাখির হাতে ৮২৫ গ্রামের স্তন তুলে দিলেন শার্লিন! তারপর…

শার্লিন অস্ত্রোপচার করে তাঁর স্তন থেকে বাদ দিয়েছে, ৮২৫ গ্রামের সিলিকন। অস্ত্রোপচারের আগে শার্লিন জানিয়ে ছিলেন, “গত কয়েক মাস ধরে আমি পিঠ, গলা, কাঁধ ও বুকের তীব্র ব্যথায় ভুগছিলাম। নানা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, এই ব্যথার মূল কারণ আমার ভারী ইমপ্লান্ট। তাই নিজের সুস্থতা, শরীরের স্বাভাবিক শক্তি ফিরে পাওয়ার জন্যেই আমি স্থায়ীভাবে সেগুলি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।”

রাখির হাতে ৮২৫ গ্রামের স্তন তুলে দিলেন শার্লিন! তারপর...
Rakhi Sawant

|

Nov 24, 2025 | 8:27 PM

ছিল শার্লিনের, টুক করে পৌঁছে গেল রাখির হাতে! তাও আবার শার্লিনই নিজে হাতে তুলে দিলেন রাখির হাতে! ভাবছেন, কী এমন জিনিস যা হাতে হাতে ঘুরছে! ব্য়াপারটা একটু খুলে বলা যাক।

কয়েকদিন আগেই খবরে আসে, শার্লিন অস্ত্রোপচার করে তাঁর স্তন থেকে বাদ দিয়েছে, ৮২৫ গ্রামের সিলিকন। অস্ত্রোপচারের আগে শার্লিন জানিয়ে ছিলেন, “গত কয়েক মাস ধরে আমি পিঠ, গলা, কাঁধ ও বুকের তীব্র ব্যথায় ভুগছিলাম। নানা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, এই ব্যথার মূল কারণ আমার ভারী ইমপ্লান্ট। তাই নিজের সুস্থতা, শরীরের স্বাভাবিক শক্তি ফিরে পাওয়ার জন্যেই আমি স্থায়ীভাবে সেগুলি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।” এবং অস্ত্রোপচারের পরে শার্লিন বলেছিলেন, ”ঈশ্বর যা দিয়েছেন, তাতেই সন্তুষ্ট থাকুন। নাহলে আপনার ক্ষতি। যেমন, আমি উচিত শিক্ষা পেয়েছি।”  আর সেই শিক্ষা পেয়েই এমন এক কাজ করে ফেললেন শার্লিন, যে নিয়ে তোলপাড় কাণ্ড সোশাল মিডিয়ায়।

কী সেই কাণ্ড?

অস্ত্রোপচার করে সেই বাদ দেওয়া সিলিকন হাতে নিয়েই ইদানিং নানা জায়গায় ঘুরতে দেখা যাচ্ছে শার্লিনকে। ক্যামেরার সামনেই শার্লিন স্পষ্ট জানিয়েছেন, সিলিকনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সচেতনা বৃদ্ধির জন্যই তিনি এমনটা করছেন। এই সিলিকন যখন তাঁর শরীরে ছিল, তখন রোজই ব্যথায় কষ্ট পেতেন। তবে নিজের মোহময়ী রূপ ধরে রাখতে চুপচাপ কষ্ট করছিলেন। তবে ব্যথার সহ্যসীমা ছাড়াতেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত। এক ফিল্মি পার্টিতে শার্লিনের সেই সিলিকন স্তনই গিয়ে পড়ল রাখি সাওয়ান্তের হাতে। শার্লিনের সেই সিলিকন হাতে নিয়ে রাখি বলে উঠলেন, ”বাপ রে কী বড়! এটা দিয়েই পুরুষদের ঘুম ওড়াতে তুমি!” রাখির এমন কথা শার্লিন স্পষ্ট বলেন, তুমি নিয়ে নাও তাহলে! রাখি অবশ্য তৎক্ষণাৎ শার্লিনের হাতেই তুল দেন, তাঁর নকল স্তন। সেই ভিডিয়োই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।