শুটিং করতে গিয়ে গুরুতর চোট, হাসপাতালে শিবপ্রসাদ 

Shiboprosad Mukherjee: কীভাবে লেগেছে এই চোট? জানা গিয়েছে, বৃহস্পতিবার মারামারির এক সিন চলছিল। উঁচু থেকে লাফ দেওয়ার সময়ই কোমরে গুরুতর চোট পান তিনি।

শুটিং করতে গিয়ে গুরুতর চোট, হাসপাতালে শিবপ্রসাদ 
শুটিং করতে গিয়ে আহত শিবপ্রসাদ

Apr 06, 2024 | 12:36 PM

 

গত ফেব্রুয়ারি মাসেই আগামী ছবি ‘বহুরূপী’র ঘোষণা করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এই মুহূর্তে শহর জুড়ে চলছে এই ছবির শুটিং। সেই ছবির শুটি করতে গিয়ে এবার গুরুতর আহত হলে পরিচালক তথা ওই ছবির অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। জানা গিয়েছে, শট দিতে গিয়ে কোমরে বেশ চোট পেয়েছেন তিনি। ভর্তি করা হয়েছে হাসপাতালে। হয়েছে এমআরআইও। প্রাথমিক রিপোর্ট জানাচ্ছে, হাড়ে চিড় রয়েছে তাঁর। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন পরিচালক। আগামী কয়েক সপ্তাহ শুটিং বন্ধ রাখার পরামর্শ চিকিৎসকদের।

কীভাবে লেগেছে এই চোট? জানা গিয়েছে, বৃহস্পতিবার মারামারির এক সিন চলছিল। উঁচু থেকে লাফ দেওয়ার সময়ই কোমরে গুরুতর চোট পান তিনি। সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ছবি নিয়ে এর আগে মুখ খুলেছিলেন শিবপ্রসাদ। জানিয়েছিলেন, কেরিয়ারে হাইবাজেট ছবি হতে চলেছে এই ছবি। ৪০ দিন ধরে হবে শুটিং।

দিন কয়েক আগে অরিন্দম শীলের মিতিনমাসি ফ্র্যাঞ্চাইজির একটি ছবির শুট করতে গিয়ে ব্যথা পান কোয়েল মল্লিক। তাঁকেও ভর্তি করতে হয় হাসপাতালে। আপাতত তাঁরও শুটিং বন্ধ। তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এমনটাই প্রার্থনা তাঁদের ভক্তদের।