নতুন জার্নি শুরু করছেন শিল্পা শেট্টি, কী জানেন?

শিল্পা নিজে খেতে ভালবাসেন। নানা রকম নতুন পদ ট্রাই করা তাঁর পছন্দের। তার সঙ্গে রয়েছে নিজস্ব পছন্দের কিছু মেনু।

নতুন জার্নি শুরু করছেন শিল্পা শেট্টি, কী জানেন?
শিল্পা শেট্টি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Dec 05, 2020 | 11:57 AM

অভিনেত্রী হিসেবে বলিউডে সফল কেরিয়ার তাঁর। একের পর এক ভাল ছবি রয়েছে তাঁর সিভিতে। তিনি অর্থাৎ শিল্পা শেট্টি (Shilpa Shetty)। এবার শুরু করলেন নতুন জার্নি। আসলে বিজনেস উওম্যান হিসেবে পথ চলা শুরু করছেন শিল্পা। তার আগাম আঁচ দিলেন সোশ্যাল মিডিয়ায়।

মুম্বইতে নতুন রেস্তোরাঁ (restaurant) খুলছেন শিল্পা। তার কাজ প্রায় শেষের পথে। সেই রেস্তোরাঁর ভিতর দাঁড়িয়ে নিজের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘এবং এটা তৈরি…।’

আরও পড়ুন, ‘মন্নত’-এর ছাদ নতুন করে সাজালেন গৌরী, দেখুন ছবি

তবে এই রেস্তোরাঁর মালকিন শিল্পা একা নন। এক বিশেষ রেস্তোরাঁ তাদের নতুন ব্রাঞ্চ শুরু করছে মুম্বইয়ের ওরলিতে। শিল্পা তারই ৫০ শতাংশের অংশীদার।

শিল্পা নিজে খেতে ভালবাসেন। নানা রকম নতুন পদ ট্রাই করা তাঁর পছন্দের। তার সঙ্গে রয়েছে নিজস্ব পছন্দের কিছু মেনু। তাই ভিন্ন স্বাদের রেস্তোরাঁ খুললেন বলে জানিয়েছেন। সব কিছুই খান তিনি। তবে মেপে। কখনও রসগোল্লা, কখনও বা পাপড়ি চাট খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেন। তবে সন্ধে সাতটার মধ্যে ডিনার করে নেন প্রতিদিন। আর প্রতিদিন শরীরচর্চা বা যোগাভ্যাস তাঁর রুটিন। ব্যালেন্সড ডায়েট এবং প্রয়োজনীয় ব্যায়ামের মাধ্যমেই নিজেকে সুস্থ রেখেছেন। শিল্পার মতে, না খেয়ে রোগা হওয়া সম্ভব নয়। কিন্তু সুস্থ থাকার জন্য শরীরচর্চা মাস্ট।

করোনা পরিস্থিতির কারণে এতদিন গৃহবন্দি ছিলেন শিল্পা। ন’মাস পরে বন্ধুদের সঙ্গে ডিনার করেছেন নিজের রেস্তোরাঁয়। অভিনেতা দম্পতি রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, রীতেশের ভাই ধীরাজ বিলাসরাও দেশমুখের সঙ্গে ছবি শেয়ার করেছেন শিল্পা। ছিলেন তাঁর স্বামী পেশায় ব্যবসায়ী রাজ কুন্দ্রাও। আর কয়েকদিনের মধ্যেই সাধারণের জন্য খুলে দেওয়া হবে রেস্তোরাঁর দরজা। নতুন জার্নিতে সকলের শুভেচ্ছা চান শিল্পা।

আরও পড়ুন, হ্যারি পটারের লুকে মাধুরী! হঠাৎ এই পরিবর্তন কেন?