এক বছর আগে করোনার স্মৃতি শেয়ার করে কী বার্তা দিলেন শিল্পা?
শরীরচর্চা শিল্পার নেশা। শরীরচর্চার মাধ্যমে নিজেকে ফিট রাখেন তিনি। এর ব্যতিক্রম হয় না। লকডাউনে শরীরচর্চার বিভিন্ন ভিডিয়ো শেয়ার করে অনুরাগীদের সুস্থ থাকার বার্তা দিয়েছিলেন তিনি।
ফিরে এল এক বছর আগের স্মৃতি। করোনা আতঙ্কে অনেকগুলো দিন কাটিয়েছে গোটা বিশ্ব। অনেক প্রিয়জন চলে গিয়েছেন এই মারণ রোগে। তাঁদের শেষ দেখাটাও দেখা হয়নি। মাস্ক, স্যানিটাইজার, লকডাউনের মতো শব্দ রোজনামচায় জুড়ে গিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে গোটা বিশ্ব। অন্তত এমনটাই মত বিশেষজ্ঞদের। ঠিক এমন সময় দাঁড়িয়ে এক বছর আগের স্মৃতিচারণ করলেন বলিউড (bollywood) অভিনেত্রী (Actress) শিল্পা শেট্টি (Shilpa Shetty Kundra)।
শরীরচর্চা শিল্পার নেশা। শরীরচর্চার মাধ্যমে নিজেকে ফিট রাখেন তিনি। এর ব্যতিক্রম হয় না। লকডাউনে শরীরচর্চার বিভিন্ন ভিডিয়ো শেয়ার করে অনুরাগীদের সুস্থ থাকার বার্তা দিয়েছিলেন তিনি। সোমবারও নিজের যোগব্যায়ামের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।
শিল্পা লিখেছেন, ‘কোনও কোনও সকালে অন্য রকমের এনার্জি পাওয়া যায়। ঠিক এক বছর আগে জনতা কার্ফু হয়েছিল। ধীরে ধীরে পরিস্থিতি আরও খারাপ হয়। সে কারণেই আজকের যোগা সেশন অন্যদিনের তুলনায় অনেক বেশি গভীর।’
View this post on Instagram
শিল্পা জানিয়েছেন, এ দিন তিনি যে সব যোগ ব্যায়াম করলেন, তা কবজি, হাত, কাঁধ শক্ত করতে সাহায্য করে। মনোযোগ বাড়ায়। সারা শরীরের ব্যালান্স বজায় রাখে এই সব ব্যায়াম। তিনি মনে করেন, একসঙ্গে আমরা এই দুঃসময় কাটিয়ে উঠতে পারব।
আরও পড়ুন, ‘গুমনামী’, ‘জেষ্ঠ্যপুত্র’-এর জাতীয় পুরস্কার, এটা বাংলা ছবির জয়: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়