দ্বিতীয় সন্তান আসার পর অবহেলিত হয়েছিল প্রথম সন্তান ভিয়ান? অকপট শিল্পা

শিল্পার অকপট স্বীকারোক্তি গোটা বিষয়টি মোটেও সহজ ছিল না। ভিয়ান যাতে কোনওভাবেই অবহেলিত না অনুভব করে তা মাথায় রাখতে হয়েছে প্রতি মুহূর্তে।

দ্বিতীয় সন্তান আসার পর অবহেলিত হয়েছিল প্রথম সন্তান ভিয়ান? অকপট শিল্পা
সপরিবারে।
Follow Us:
| Updated on: Apr 01, 2021 | 3:16 PM

শিল্পা শেট্টির প্রথম সন্তান ভিয়ানের সঙ্গে দ্বিতীয় সন্তান সামিশার বয়সের ফারাক মাত্র নয়। ২০২০ সালে সারোগেসির মাধ্যমে মা হন শিল্পা। বাড়িতে নতুন অতিথির আগমনে কি খানিক অবহেলিত হয়েছিল শিল্পার ছেলে ভিয়ান? মা হিসেবে দু’জনকেই সমান গুরুত্ব দেওয়া কতটা কঠিন ছিল শিল্পার কাছে? মুখ খুললেন শিল্পা।

শিল্পার অকপট স্বীকারোক্তি গোটা বিষয়টি মোটেও সহজ ছিল না। ভিয়ান যাতে কোনওভাবেই অবহেলিত না অনুভব করে তা মাথায় রাখতে হয়েছে প্রতি মুহূর্তে। দুই সন্তানকেই সমান গুরুত্ব দেওয়া মোটেও মুখের কথা নয়। তার উপর গোদের উপর বিষফোঁড়া লকডাউন। সামিশার জন্মের কিছু মাস পরেই স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। শুরু হয়েছিল লকডাউন। সে সময় ভিয়ানও গোটা সময় বাড়িতে। তাই মা হিসেবে সব দিক ব্যালেন্স করা নিঃসন্দেহে চাপের ছিল শিল্পার কাছে।

তাঁর কথায়, ” বেশ কঠিন সময় ছিল। আমার ছেলের বয়স মাত্র নয় তখন। ওকে বোঝান প্রতি মুহূর্তে তুমি ইগনোরড নও, আমাদের কাছে কঠিন কাজ ছিল। কারণ ওই নয় বছরে ও একাই আমার নয়নের মণি ছিল।” তবে লকডাউনে শাপে বর হয়েছে বলেই জানান শিল্পা। যেহেতু বাড়িতেই ছিলেন তাই দুই সন্তানকেই সময় দিতে পেরেছেন।

গত বছর ফেব্রুয়ারি ১৫ তারিখ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে সামিশার জন্মের কথা শেয়ার করেন শিল্পা এবং স্বামী রাজ কুন্দ্রা। শিল্পা জানান পাঁচ বছর ধরে চেষ্টা করার পর অবশেষে মেয়েকে পেয়েছেন তাঁরা। লিখেছিলেন, “অবশেষে এত প্রার্থনার উত্তর পেয়েছি।” সামিশা কথার অর্থও ওই পোস্টে বিষদে লিখেছিলেন অভিনেত্রী। তিনি লেখেন, “সংস্কৃতে ‘সা’ শব্দের অর্থ ‘প্রাপ্তি’। মিশা একটি রাশিয়ান শব্দ। যার অর্থ ভগবানের অনুরূপ। ও আমাদের ঘরের লক্ষ্মী। যে আমাদের পরিবারকে সম্পূর্ণ করেছে।” বর্তমানে যদিও বোনকে চোখে জারায় ভিয়ান। সব মিলিয়ে ভালই রয়েছেন ওঁরা।